সরকারি কাজে আড়াই লক্ষ টাকা নিয়ে দফতরেরই ভাড়ার গাড়িতে ময়না যাচ্ছিলেন হলদিয়ার বিশেষ ভূমি অধিগ্রহণ দফতরের এক কর্মী ও আধিকারিক। পথে গাড়ি বিকল হয়েছে বলে তাঁদের নামিয়ে দেন চালক। চালু করার জন্য টাকার ব্যাগ গাড়িতে রেখে পিছনে ঠেলছিলেন দু’জনে। তাঁদের বেমালুম বোকা বানিয়ে টাকার ব্যাগ-সহ গাড়ি চালিয়ে পালালেন চালক। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার খঞ্চির কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে।
মঙ্গলবার সকালে তমলুক শহরের বর্গভীমা মন্দিরের কাছ থেকে তমলুক থানার পুলিশ ওই গাড়িটি উদ্ধার করলেও চালক দীপঙ্কর দাস অধিকারীর সন্ধান মেলেনি। হলদিয়া টাউনশিপের বাসিন্দা বছর পঞ্চাশের দীপঙ্কর গত ছ’মাস ধরে ওই গাড়িটি চালাচ্ছিলেন। সোমবারই হলদিয়ার দুর্গাচক থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়ি চালক দীপঙ্কর দাস অধিকারীকে ধরতে তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুরের জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তাপসকুমার বাগচি বলেন, “ওই চালকের গাড়িতে আমিও বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় গিয়েছি। উনি আমাদের পরিচিত। এমনটা অপ্রত্যাশিত।”
জেলা ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে, কেলেঘাই-কপালেশ্বরী-বাগুই সংস্কার প্রকল্পে অধিগ্রহণ করা জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা দিতে সোমবার সকাল ১০টা নাগাদ হলদিয়ার বিশেষ ভূমি অধিগ্রহণ দফতরের কর্মী কালীপদ প্রামাণিক ও আধিকারিক মনোরঞ্জন পাত্র বেরোন। প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে দফতরেরই ভাড়া গাড়িতে চেপে ময়না ব্লক অফিসের উদ্দেশে রওনা দেন তাঁরা। হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ১১টা নাগাদ নন্দকুমারের খঞ্চিবাজারের কাছে গাড়ি থেমে যায় আচমকা। দফতরের কর্মী ও আধিকারিকের বয়ান অনুযায়ী, গাড়ি খারাপ হয়েছে বলে চালক মেরামতির ভান করেন। দু’জনকে নেমে গাড়ি পেছন থেকে ঠেলতে বলেন চালক। টাকার ব্যাগ গাড়ির ভিতরে রেখে পিছনে গিয়ে ঠেলতে থাকেন দু’জনে। হঠাৎই গাড়ি চালু হয়ে যায়। টাকার ব্যাগ-সহ গাড়ি নিয়ে চম্পট দেন চালক।
দফতরে ফিরে বিষয়টি জানান ওই কর্মী ও আধিকারিক। এরপরেই দফতরের তরফে দুর্গাচক থানায় দীপঙ্করের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এদিকে মঙ্গলবার সকালে তমলুক শহরের বর্গভীমা মন্দিরের কাছে রাস্তার ধারে একটি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তমলুক থানায় খবর দেন। পুলিশ এসে ওই গাড়িটি উদ্ধার করার পর খোঁজ নিয়ে জানতে পারে সেটি হলদিয়া ভূমি অধিগ্রহণ দফতরের ভাড়া করা গাড়ি। দুর্গাচক থানার তদন্তকারী অফিসার তমলুকে আসেন। তবে এই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালকের এখনও সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, ভূমি অধিগ্রহণ দফতরের অভিযোগের ভিত্তিতে ওই গাড়ির চালক দীপঙ্কর দাস অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত গাড়ি চালককে ধরতে তদন্ত চালানো হচ্ছে।