মিছিলে সামিল লেখক, শিল্পী ও ছাত্রছাত্রীরা। নিজস্ব চিত্র।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে মিছিল হল শহর মেদিনীপুরেও। রবিবার লেখক-শিল্পী, ছাত্রছাত্রীদের উদ্যোগে শহরের পোস্ট অফিস রোডে এক পথসভা হয়। পরে এখান থেকেই এক মিছিল বেরোয়। স্লোগান ওঠে, ‘আক্রান্ত যাদবপুর, পাশেই আছে মেদিনীপুর’।
রবিবারের এই কর্মসূচি ছিল অরাজনৈতিক। কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না, ফেস্টুনও ছিল না। প্রতিবাদ কর্মসূচিতে যাঁরা সামিল হন তাঁদের কেউ লেখক-শিল্পী, কেউ শিক্ষক-শিক্ষিকা, কেউ বা সাধারণ ছাত্রছাত্রী। পথসভায় বক্তব্যের মাঝে কখনও গান হয়, কখনও কবিতা পাঠ হয়। যাদবপুরের মতো
মেদিনীপুরের এই মিছিলেও স্লোগান ওঠে, ‘পুলিশ তুমি মারলে এতো, বেতন তোমার বাড়ল কত!’, ‘হোক হোক হোক কলরব’।
কেন এই প্রতিবাদ কর্মসূচি? উদ্যোক্তাদের পক্ষে অভিনন্দন মুখোপাধ্যায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিগ্রহের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি এবং অভিযুক্তদের আড়াল করার চেষ্টার প্রতিবাদেই যাদবপুরের ছাত্রছাত্রীরা আন্দোলন করেন। যে ভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর অত্যাচার হয়েছে, তা মেনে নেওয়া কঠিন। যাদবপুরের ছাত্রছাত্রীরা একেবারে ঠিক ভাবে আন্দোলন করছেন। অন্যায়ের প্রতিবাদ করছেন। আমরাও সেই প্রতিবাদের শরিক হতে চেয়েছি।”
অন্য দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে রবিবার ডিএসও মেদিনীপুর শহরে এক মিছিল করে। শহরের কালেক্টরেট মোড়ে পথসভা হয়। যে সভা থেকেও উপাচার্যের অপসারণের দাবি ওঠে।