উপ প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ প্রধানের

দলীয় উপ প্রধান-সহ একাংশ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হুমকি দেওয়া, অশালীন আচরণ ও অনৈতিক কাজের অভিযোগ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। পটাশপুর ১ ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিরোধী শূন্য ওই পঞ্চায়েতের ১৫টি আসনেই তৃণমূল ক্ষমতায় রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

এগরা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০০:০১
Share:

দলীয় উপ প্রধান-সহ একাংশ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হুমকি দেওয়া, অশালীন আচরণ ও অনৈতিক কাজের অভিযোগ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। পটাশপুর ১ ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিরোধী শূন্য ওই পঞ্চায়েতের ১৫টি আসনেই তৃণমূল ক্ষমতায় রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা দিন্ডা অভিযোগ করেন, “পঞ্চায়েতের উপ প্রধান আমাকে নানা অনৈতিক কাজে যুক্ত হতে প্ররোচনা দিচ্ছেন। এমনকী উপ প্রধান খালি প্যাডে সাক্ষর করে দেওয়ার কথাও বলেন। এর প্রতিবাদ করায় তিনি বেশ কয়েকবার পঞ্চায়েত অফিসে আমাকে অশ্রাব্য গালিগালাজ করেন।” তাঁর আরও অভিযোগ, “মঙ্গলবার বিকেলে দলের কয়েকজন আমার বাড়ি গিয়ে হুমকি দেন। আমি সেই সময় বাড়িতে ছিলাম না। দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি।” বুধবার প্রধান পটাশপুর থানায় পঞ্চায়েতের উপ প্রধান বিনয়রঞ্জন প্রধান-সহ একাংশ পঞ্চায়েত সদস্যের নামে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। কল্পনাদেবী ব্লকের বিডিও ও মহকুমাশাসকের কাছেও লিখিতভাবে বিষয়টি জানান। যদিও অভিযোগ অস্বীকার করেন উপ প্রধান বলেন, “মিথ্যা অভিযোগ। প্রধান এলাকার উন্নয়ন করতে পারেননি বলে আমরা তাঁর বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়েছি। তাই এভাবে আমাদের ফাঁসানো হচ্ছে।” বিডিও বুলবুল বাগচী বলেন, “উপ প্রধানের পক্ষ থেকে অনাস্থার কপি পেয়েছি। প্রধানের দায়ের করা অভিযোগ এসেছে। সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েত প্রধানের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস জানান। পটাশপুর ১ ব্লক তৃণমূল সভাপতি তাপস মাজি বলেন, “ঘটনার কথা শুনেছি। দলের আভ্যন্তরীণ বিষয় বাইরে না এলে ভালই হত। উভয় পক্ষকে ডেকে আলাচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement