মোবাইলে আপত্তিকর ভিডিও এবং জলের বোতলে মদ নিয়ে স্কুলে আসার অভিযোগ উঠল একাদশ ও দ্বাদশ শ্রেণির জনা চল্লিশেক ছাত্রের বিরুদ্ধে! পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক স্কুলের শুক্রবারের ঘটনা। একাংশ ছাত্রের থেকে এমন গুরুতর অভিযোগ পেয়ে শিক্ষকেরা অবশ্য ওই ছাত্রদের হাতেনাতে ধরে ফেলে। আটক করা হয় চল্লিশটি মোবাইল ফোনও।
কী করণীয় তা ঠিক করতে স্কুলেই ছাত্রদের আটক করে স্কুল পরিচালন কমিটির সদস্য, ব্লকের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নির্মল সামন্তকে ডেকে পাঠান প্রধান শিক্ষক। সেখানে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়, থানায় অভিযোগ না-করে অভিযুক্তদের অভিভাবককে ডেকে পাঠানো হবে। কিন্তু, সেখানেও গলদ! অভিযোগ, দু’একজনের অভিভাবক এলেও বেশ কিছু জনের ‘নকল’ অভিভাবক আসে। নির্মলবাবু বলেন, “ওদের ক’য়েকজনের অভিভাবক দেখে আমাদের সন্দেহ হলে বাড়িতে ফোন করা হয়। তখনই সত্যিটা জানতে পারি।” স্কুলেরই ক’য়েকজন ছাত্র ওই ভুয়ো অভিভাবকদের ডেকেছিল বলে শিক্ষকদের অনুমান।
স্কুল সূত্রে খবর, ক’য়েকজন ছাত্র আপত্তিকর ভিডিও নিয়ে স্কুলে আসছে এমন অভিযোগ বেশ কিছু দিন ধরেই উঠছিল। কিন্তু, তাদের চিহ্নিত করা যাচ্ছিল না। পটাশপুর ১ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস সিংহ বলেন, “স্কুলের কিছু ছাত্র শিক্ষকদের সঙ্গেও খারাপ ব্যবহার করত বলে শুনেছি। কিন্তু ওরা যে এত দূর চলে যাবে ভাবিনি।” নির্মলবাবু জানান, কিছু ছাত্রকে বারাবার সতর্ক করেও লাভ হয়নি। তিনি বলেন, “আগামী সোম ও মঙ্গলবার ওদের অভিভাবককে ডেকে পাঠানো হয়েছে।” অভিযুক্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তৃণমূলের পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির দলনেতা তাপস মাজি।