অনিয়মের নালিশ, তল্লাশি গুদামে

অনিয়মের অভিযোগে রেলশহরের এক রেশন ডিস্ট্রিবিউটরের গুদামে অভিযান চালাল পুলিশ। রবিবার সকাল থেকে খড়্গপুর শহরের পুরাতন বাজারের ওই গুদামে অপরাধদমন শাখার সঙ্গে যৌথ অভিযান চালায় খাদ্য সরবারহ দফতর। দফতরের জেলা নিয়ামক পার্থপ্রতিম রায় বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবারই ওই গুদাম সিল করা হয়েছিল। এ দিন গুদাম মালিকের প্রতিনিধির উপস্থিতিতে জেলা অপরাধ দমন শাখার সঙ্গে যৌথ ভাবে গুদামের স্টক মিলিয়ে দেখা হয়েছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ৩০ জুন ২০১৪ ০২:৩৫
Share:

অনিয়মের অভিযোগে রেলশহরের এক রেশন ডিস্ট্রিবিউটরের গুদামে অভিযান চালাল পুলিশ। রবিবার সকাল থেকে খড়্গপুর শহরের পুরাতন বাজারের ওই গুদামে অপরাধদমন শাখার সঙ্গে যৌথ অভিযান চালায় খাদ্য সরবারহ দফতর। দফতরের জেলা নিয়ামক পার্থপ্রতিম রায় বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবারই ওই গুদাম সিল করা হয়েছিল। এ দিন গুদাম মালিকের প্রতিনিধির উপস্থিতিতে জেলা অপরাধ দমন শাখার সঙ্গে যৌথ ভাবে গুদামের স্টক মিলিয়ে দেখা হয়েছে।”

Advertisement

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেদিনীপুরের পাঁচখুরিতে একটি বেসরকারি গুদামের বাইরে চালের বস্তা বোঝাই একটি লরি আটক করে অপরাধদমন শাখা। অভিযোগ, লরিটি থেকে সংলগ্ন গুদামে চাল পাচার করছিল। জানা গিয়েছে, ওই চাল বোঝাই লরিটি খড়্গপুরের একটি ডিস্ট্রিবিউটরের গুদামে আসার কথা থাকলেও, না এসে পাঁচখুরি চলে যায়। ওই চাল খাদ্য সরবারহ দফতরের কি না, অথবা কোত্থেকে ওই চাল পাঁচখুরির গুদামে গিয়েছিল দেখছে জেলা অপরাধদমন শাখা। এক্ষেত্রে ওই চাল খড়্গপুরের পুরাতন বাজারের গুদামের কি না তা-ও এই অভিযান মিলিয়ে দেখা হচ্ছে বলে খাদ্য সরবারহ দফতর সূত্রে জানা গিয়েছে। যদিও জেলা নিয়ামক পার্থপ্রতিম রায় আপাতত পাঁচখুরির চালের সঙ্গে ওই অভিযানের সম্পর্ক নিয়ে স্পষ্ট ভাবে কিছু বলতে চাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও খড়্গপুরের পুরাতন বাজারের এই রেশন ডিস্ট্রিবিউটরের গুদামে অনিয়মের অভিযোগে বহুবার তল্লাশি অভিযান চলেছে। গুদামের মালিক অজয় বাখলি অবশ্য দাবি করেছেন, “সব স্টক ঠিক রয়েছে। পাঁচখুরিতে আটক ওই চাল বোঝাই লরিটিও আমার নয়।”

Advertisement

তাঁর অভিযোগ, এটি আসলে রাজনৈতিক চক্রান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement