Narayangarh

Lakkhir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ নারায়ণগড়ে

বিজেপি-র রাজ্য সভাপতিকে আক্রমণ করে বিক্ষোভকারীরা বলেন, “আমরা গরিব কিন্তু ভিখারি নই।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগড় শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ২০:০৪
Share:

মহিলাদের প্রতিবাদ। নিজস্ব চিত্র।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ জানালেন মহিলারা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালিনাতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দিলীপের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। শুধু তাই নয়, দিলীপের কুশপুতুল বানিয়ে তাতে গোবর মাখিয়ে, কুশপুতুল দাহ করেন বিক্ষেভকারীরা।

Advertisement

বিজেপি-র রাজ্য সভাপতিকে আক্রমণ করে বিক্ষোভকারীরা বলেন, “আমরা গরিব কিন্তু ভিখারি নই।” প্রসঙ্গত, কয়েক দিন আগেই খড়্গপুরে দিলীপ মন্তব্য করেছিলেন, “লক্ষীর ভান্ডার প্রকল্প দিয়ে সাধারণ মহিলাদেরকে ভিখারি বানিয়ে দিয়েছেল এ রাজ্যের মুখ্যমন্ত্রী।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হন অনেকেই। এ বার নারায়ণগড়ের মহিলারা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলেন। তাঁদের অভিযোগ, এ ধরনের কথা বলে দিলীপ ঘোষ সাধারণ মহিলাদের অপমান করেছেন। দিলীপের কুশপুতুল দাহ করার পর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করেন বিক্ষোভকারী মহিলারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement