sand mafia

অবৈধ বালি কারবার রুখতে পশ্চিম মেদিনীপুরে দিনে-রাতে অভিযান পুলিশের

মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ২টি বালি তোলার মেশিন, ১ টি জেসিবি এবং ৩৪টি গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৪:১২
Share:

দিনে তল্লাশি, রাতে সিসিটিভি দেখে অভিযান পুলিশের। নিজস্ব চিত্র

অবৈধ বালি কারবার রুখতে দিনে-রাতে অভিযান পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসনের। এখনও পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গাড়িও।

Advertisement

শনিবার রাতে সিসি ক্যামেরা এবং বডি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হয় মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায়। নাকা তল্লাশি করার সময় বৈধ কাগজ পত্র খতিয়ে দেখার পাশাপশি গাড়িতে বাড়তি মালপত্র তোলা হচ্ছে কি না তাও খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। অন্য দিকে জেলা ভূমি এবং ভূমি সংস্কার দফরের পক্ষ থেকেও গড়বেতা এলাকায় নদী সংলগ্ন বালি খাদানগুলিতে শনিবার অভিযান চালানো হয়।

এ নিয়ে অতিরিক্ত জেলা শাসক (ভূমি এবং ভূমি সংস্কার) তুষার সিংলা বলেন, ‘‘জেলা জুড়েই নজরদারি চালানো হচ্ছে। অনুমোদন ছাড়া কেউ যাতে অতিরিক্ত বালি তুলতে না পারে সে ব্যাপারে নজরদারি চলছে।’’ কোতয়ালি, গড়বেতা, দাঁতন, খড়গপুর-সহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ।

Advertisement

রবিবারও চলে পুলিশের অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ২টি বালি তোলার মেশিন, ১ টি জেসিবি এবং ৩৪টি গাড়ি। ঝাড়গ্রামের দিক থেকে আসা ১০টি বালির গাড়িও আটক করা হয়েছে। মোট ২৬টি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement