West Bengal Lockdown

প্রচেষ্টার ফর্ম জমা শুরু অনলাইনে

লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় রোজগার বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছে তাহিরের পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৩:৫২
Share:

প্রতীকী ছবি।

লকডাউনে কাজহারাদের এককালীন অর্থ সাহায্য দিতে ‘প্রচেষ্টা’ প্রকল্পের আবেদনপত্র অনলাইনে জমা নেওয়া শুরু হল সোমবার। বেশিরভাগ শ্রমিকই স্মার্টফোনে এই সংক্রান্ত নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে ফর্ম জমা দিতে শুরু করেছেন।

Advertisement

এ দিন আবেদন জমা দিয়েছেন তমলুক শহরের ১২ নম্বর ওয়ার্ডের মীরবস্তির বাসিন্দা মীর তাহির। রাজমিস্ত্রির কাজ করতেন বছর পঞ্চাশের তাহির। লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় রোজগার বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছে তাহিরের পরিবার। প্রচেষ্টা প্রকল্পে আবেদনের জন্য তাহিরের ছেলে মীর আনোয়ার এ দিন নিজের স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করেন। তারপর বাবার আবেদনপত্র পূরণ করে জমাও দিয়েছেন। আনোয়ার বলেন, ‘‘প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা দিতে এর আগে জেলাশাসকের অফিসে গিয়েও ফিরে এসেছিল বাবা। অনলাইন পদ্ধতিতে আবেদনের সুযোগ পেতেই বাবার ফর্ম জমা দিয়েছি।’’

বস্তুত, রাজ্য সরকারের ঘোষিত এই প্রকল্পে আবেদনের জন্য প্রথমে জেলাশাসক ও মহকুমাশাসকের দফতরে গিয়েই আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আবেদন জমার জন্য বিপুল ভিড় জমে। সামাজিক দূরত্ব বজায়ের মতো করোনা সতর্কতা বিধি শিকেয় ওঠে। পরিস্থিতি দেখে স্থগিত করে দেওয়া হয় গোটা প্রক্রিয়া। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা জানানোর আশ্বাস দেয় প্রশাসন। সেই বিকল্প ব্যবস্থা হিসেবেই অনলাইনে আবেদনপত্র জমার বন্দোবস্ত করা হয়েছে।

Advertisement

তবে প্রত্যন্ত এলাকার কাজহাজারা শ্রমিকেরা কী ভাবে এই পদ্ধতি ব্যবহার করবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, অনেকেরই হাতে স্মার্টফোন নেই। তা ছাড়া, লকডাউনে তথ্যমিত্র কেন্দ্র ও সাইবার কাফেগুলি সব বন্ধ।
তবে যাঁদের স্মার্টফোন রয়েছে, তাঁরা অনলাইনে ফর্ম জমা শুরু করে দিয়েছেন। প্রথম দিন থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার এই প্রকল্পে আবেদন জমা শুরু করেছে বলে জানা গিয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত আবেদনপত্র জমার সময়সীমা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর,অনলাইন পদ্ধতিতে ‘প্রচেষ্টা’ প্রকল্পের আবেদন জমা পড়ার পরে তা ‘স্ক্রুটিনি’ করার প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্লক প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement