মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশকে সামনে রেখে বুথস্তরে সংগঠন জোরদার করার কর্মসূচিতে ধার বাড়াতে চাইছে তৃণমূল। আগামী ৯ অগস্ট মেদিনীপুর শহরে সমাবেশ করবেন তৃণমূল নেত্রী। তার প্রস্তুতি হিসেবে জেলায় টানা কর্মসূচি নিচ্ছে শাসক দল। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘বুথস্তর থেকে কর্মসূচি হবে। ৯ অগস্ট মেদিনীপুরে ঐতিহাসিক সমাবেশ হবে। লক্ষ লক্ষ মানুষ আসবেন।’’
সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপরে লোকসভার ভোট। রাজনৈতিক মহল মনে করছে, এমন কর্মসূচির মাধ্যমেই ভোটের জমি ধরে রাখতে চাইছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, জেলা নেতৃত্বের নির্দেশে জানানো হয়েছে, প্রতিটি অঞ্চলে ন্যূনতম একটি করে দেওয়াল লিখন করতেই হবে। কিছু ফ্লেক্স টাঙাতে হবে। জেলার প্রতিটি জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা পরিষদের সড়কের ধারে ফ্লেক্স, পতাকা টাঙাতে হবে। প্রতিটি ব্লকে অন্তত দু’টি করে তোরণ করতে হবে। ৩ এবং ৪ অগস্ট প্রতি বুথে মিছিল, পথসভা হবে। ৫ এবং ৬ অগস্ট প্রতি অঞ্চলে মিছিল, পথসভা হবে। ৭ এবং ৮ অগস্ট প্রতি ব্লকে মিছিল- পথসভা হবে। তৃণমূলের জেলা সভাপতি অজিতবাবুর কথায়, “সমাবেশের সমর্থনে জেলার সর্বত্র প্রচার চলবে।”
এ বার ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে মমতা জানিয়েছিলেন, ৯ অগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিন থেকে সর্বস্তরে বিজেপি বিরোধী কর্মসূচি শুরু হবে। বিট্রিশের বিরুদ্ধে জাতীয় সংগ্রামের কায়দায় বিজেপির বিরুদ্ধে স্লোগানও বেঁধে দিয়েছিলেন নেত্রী, ‘বিজেপি ভারত ছাড়ো’। আগামী ৯ অগস্ট মেদিনীপুরের কলেজ মাঠের সমাবেশ থেকে এই কর্মসূচিই শুরু করবেন মমতা। সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার মেদিনীপুরে তৃণমূলের এক বৈঠক হয়। ছিলেন দলের জেলা কমিটির সদস্য এবং ব্লক সভাপতিরা। এই বৈঠকেই প্রচার কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হয়েছে। কাল, মঙ্গলবারও মেদিনীপুরে এক প্রস্তুতি বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকার কথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। থাকার কথা দলের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিদের।