হাতি তাড়ানোর দাবিতে বিনপুরে রাজ্য সড়ক অবরোধ

হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ফসলের ক্ষতি করছে দলমা থেকে আসা হাতির দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিনপুর শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৭:২০
Share:

রাস্তা অবরোধ। নিজস্ব চিত্র।

বেশ কিছু দিন ধরে একই জায়গায় রয়েছে হাতির দল। হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ফসলের ক্ষতি করছে দলমা থেকে আসা হাতির দল। অবিলম্বে ওই এলাকা থেকে হাতি সরানোর দাবি জানিয়ে মঙ্গলবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা বেলপাহাড়ি ব্লকের কাঁকো গ্রাম পঞ্চায়েতের মালাবতী গ্রাম লাগোয়া রাজ্য সড়ক অবরোধ করেন।

Advertisement

সকাল ১০টা থেকে এই অবরোধের জেরে ঝাড়গ্রামের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ৮-১০ দিন ধরে ওই এলাকায় হাতি তাণ্ডব চালাচ্ছে। বেশ কয়েকটি ঘর ভাঙার পাশাপাশি ধানের গোলা থেকে ধান খাচ্ছে। যখন তখন গ্রামে ঢুকে পড়ছে । বহু বার বন দফতরকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে সোমবার গ্রামবাসীরা বিট অফিসে গেলে তাঁদেরই হাতি তাড়ানোর পরামর্শ দিয়েছেন অফিসার। এতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা।

গ্রামবাসীদের কথায়, ‘‘জঙ্গলে হাতি তাড়াতে গেলেও বন দফতর ও হুল পার্টির লোক হাতি তাড়ানোর কাজে সহযোগিতা করে না। তারই প্রতিবাদে পথ অবরোধে নামে লক্ষণপুর, ঢেঙ্গানেদাড়, গিল্লাবনী, কালিআম, বনআউলিয়া, বিড়গেড়িয়ে, জামডাঙ্গা, মালাবতী, বস্টমপুর-সহ একাধিক গ্রামের বাসিন্দারা। অবরোধের জেরে রাস্তার দুই দিকে যাত্রীবাহী গাড়ি-সহ সমস্ত পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে। লক্ষণপুরের সুরেশ হাঁসদা, ঢেঙ্গানেদাড়ের রাজীব মুর্মুরা বলেছেন, ‘‘জঙ্গলে হাতি রয়েছে। ফসলের পাশাপাশি ঘরবাড়ি ভেঙ্গে দিচ্ছে। হাতির হানায় মারা যাওয়ার ঘটনা ঘটছে।’’ মালাবতীর জঙ্গলে ১১টি হাতি আছে। অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ। হাতি তাড়ানোর ব্যবস্থা না নিলে অবরোধ চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement