মণ্ডলকুপির চোলাই ঠেকে প্রমীলাবাহিনী

চোলাইয়ের রমরমা ব্যবসার বিরুদ্ধে সরব হলেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার বিকেলে শালবনির মণ্ডলকুপির চোলাই ঠেকে মহিলারা দল বেঁধে হানাও দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০১:২৪
Share:

প্রতিবাদ: চোলাই ঠেক ঘিরে বিক্ষোভ মহিলাদের। নিজস্ব চিত্র

চোলাইয়ের রমরমা ব্যবসার বিরুদ্ধে সরব হলেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার বিকেলে শালবনির মণ্ডলকুপির চোলাই ঠেকে মহিলারা দল বেঁধে হানাও দেন।

Advertisement

পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চোলাইয়ের বেআইনি কারবারের অভিযোগ নতুন নয়। মণ্ডলকুপিতেও এই কারবার চলে। দিনে-রাতে নেশার আসর বসে। স্থানীয় মহিলাদের অভিযোগ, চোলাইয়ের ঠেক থাকায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সব জেনেও পুলিশ-প্রশাসন হাত গুটিয়ে রয়েছে। চোলাই ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আবগারি দফতরের। কিন্তু এই এলাকার ঠেকে অভিযান চালানো হয় না বলে অভিযোগ। তা নিয়ে দিন কয়েক ধরেই সরব হচ্ছিলেন মহিলারা। এ দিন প্রথমে তাঁরা শালবনির বিডিও পুষ্পল সরকারের দফতরে এসে নালিশ জানান। তারপর সরাসরি চোলাই ঠেকে চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। পুলিশ-প্রশাসনের অবশ্য দাবি, চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চলে। নির্দিষ্ট অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়।

শালবনির কয়েকটি এলাকায় এক সময়ে সন্তর্পণে লুকিয়ে-চুরিয়ে চোলাইয়ের ঠেক চলত। এখন প্রকাশ্যেই ঠেক চলে বলে অভিযোগ।

Advertisement

মহিলাদের বক্তব্য, এলাকায় চোলাইয়ের ঠেক থাকায় ছেলেমেয়েদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। ঠেকে অপরিচিত লোকজনেরা আসে। এলাকায় অপরাধমূলক ঘটনা বাড়ারও একটা আশঙ্কা থেকে যায়। ব্লক প্রশাসনের এক কর্তার আশ্বাস, “নিয়মিত নজরদারি চলে। এ বার নজরদারি আরও বাড়ানো হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement