Vendors

অনলাইন পণ্য সরবরাহে বাধা আইআইটি-তে

ক্যাম্পাসের দোকান মাত্র একবেলা খোলার অনুমতি রয়েছে। সঙ্গে নানা বিধি-নিষেধে দোকানে আসছেন না অধিকাংশ ক্রেতা। অনলাইন কেনাকাটায় ঝোঁক বাড়ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে আইআইটি টেকনোলজি মার্কেটে ২১ দিনের ধর্মঘট শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০৫:৪৬
Share:

ফাইল চিত্র।

‘গেট জ্যাম’ করে সুফল মেলেনি। এ বার ধর্মঘটে নেমে অনলাইন সামগ্রী সরবরাহে বাধা দিলেন আইআইটি চত্বরের দোকানিরা।

Advertisement

করোনা পরিস্থিতিতে মূল গেট বাদে খড়্গপুর আইআইটি-র বাকি সব গেটই বন্ধ। ক্যাম্পাসের দোকান মাত্র একবেলা খোলার অনুমতি রয়েছে। সঙ্গে নানা বিধি-নিষেধে দোকানে আসছেন না অধিকাংশ ক্রেতা। অনলাইন কেনাকাটায় ঝোঁক বাড়ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে আইআইটি টেকনোলজি মার্কেটে ২১ দিনের ধর্মঘট শুরু হয়েছে। ‘আইআইটি ক্যাম্পাস শপকিপার্স ভেন্ডারস্‌ অ্যান্ড শপওয়ার্কার্স অ্যাসোশিয়েশন’ বুধবারই বৈঠকের পরে ধর্মঘটের সিদ্ধান্ত জানিয়েছিল। এ দিন বন্ধ ছিল ক্যাম্পাসে ৩০৪টি দোকান। আবাসিক অধ্যাপক ও কর্মীরা এই টেকনোলজি মার্কেটের উপরেই নির্ভরশীল। ফলে, লাগাতার ধর্মঘটে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। এ দিন বিভিন্ন অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থার প্রতিনিধিদের ভিতরে ঢুকতে বাধাও দেওয়া হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যবসায়ী পূর্ণেন্দুশেখর পাণিগ্রাহী বলেন, “আমাদের পেটে যখন লাথি মারছেন কর্তৃপক্ষ, তখন একবেলাও দোকান খুলব না। আইআইটি-র মধ্যে কোনও সংস্থাকে পণ্য সরবরাহ করতেও দেব না।” আইআইটির রেজিস্ট্রার তমাল নাথ বলেন, “আমি এ দিনই নিযুক্ত হয়েছি। এটুকু বলতে পারি এই দোকানিরা আমাদের আইআইটি পরিবারের অংশ। বিষয়টি নিশ্চয়ই মার্কেট কমিটির সভাপতিরা দেখছেন। দ্রুত সমস্যা মিটবে বলে আশা রাখছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement