সুসজ্জিত কোলাঘাটের পথে ট্যাবলো। নিজস্ব চিত্র
অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলায় ফুটবলের প্রসার ও প্রচারে উদ্যোগী হল জেলা পুলিশ। গ্রামীণ ফুটবলারদের মধ্যে উৎসাহ ও পরবর্তী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করতে এ দিন যুব বিশ্বকাপ ফুটবলের ‘রেপ্লিকা’ নিয়ে জেলা জুড়ে শোভাযাত্রা ও ট্যাবলো বার করল পুলিশ।
দিঘা, কাঁথি, এগরা, হলদিয়া, তমলুক-সহ বড় শহরগুলিতে এই শোভাযাত্রা ঘিরে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। দিঘা ও রামনগরে শোভাযাত্রায় যোগ দেন বিধায়ক অখিল গিরি। কাঁথি শহরের শোভাযাত্রায় পা মেলান কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক পার্থ ঘোষ, বিধায়ক বনশ্রী মাইতি, রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি। শুভময়বাবু বলেন, “বাংলার ফুটবলের উন্মাদনা ফিরিয়ে আনতে রাজ্য সরকারের সঙ্গে উদ্যোগী হয়েছে কাঁথি মহকুমা প্রশাসন ও জেলা পুলিশ। সে কারণেই এ দিনের পদযাত্রা।” এ দিন বিশ্বকাপের ‘রেপ্লিকা’ নিয়ে শোভাযাত্রা হয় এগরায়। সূচনা করেন পুরপ্রধান শঙ্কর বেরা। বিশ্বজিৎবাবু বলেন, “প্রশাসনের যুব আধিকারিক ও থানার পুলিশের মাধ্যমে কয়েক দিনের মধ্যেই জেলার রেজিস্টার্ড ক্লাবগুলোকে ফুটবল দেওয়া করা হবে। সেই প্রচেষ্টাকে ত্বরান্বিত করল এ দিনের শোভাযাত্রা।” এ দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হয় স্কুলের ছাত্র ছাত্রী ও স্থানীয় খেলোয়াড়েরাও।