Accident

বরযাত্রীর গাড়ি উল্টে মৃত্যু বরের দুই আত্মীয়ের

রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাড়গ্রামের মানিকপাড়া ফাঁড়ির রাধাশ্যামপুর গ্রামের কাছে বেলতলা-মানিকপাড়ার কাছে ঘটনাটি ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ২৩:১৭
Share:

প্রতীকী ছবি।

বরযাত্রী যাওয়ার সময় গাড়ি উল্টে মৃত্যু হল বরের দুই আত্মীয়ের। আহত চার জন। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাড়গ্রামের মানিকপাড়া ফাঁড়ির রাধাশ্যামপুর গ্রামের কাছে বেলতলা-মানিকপাড়ার কাছে ঘটনাটি ঘটেছে। ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য বলেন, ‘‘দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সাঁকরাইল থানার সিদাকরা গ্রামের বাসিন্দার বিয়ে ঠিক হয় মানিকপাড়া এলাকার আখড়াশোল গ্রামে। রবিবার রাতে সিদাকরা গ্রাম থেকে বরের গাড়ি-সহ মোট পাঁচটি গাড়িতে বরযাত্রীরা রওনা হন। পাঁচটি গাড়িতে সব মিলিয়ে ৪৫-৫০ জন ছিলেন। বরের বাবা ভুবন মাহাতো বলেন, ‘‘একটি গাড়িতে ছ’জন ছিল। ৬ নম্বর জাতীয় সড়ক ছেড়ে বেলতলা ও মানিকপাড়ার রাস্তায় শ্যামসুন্দরপুর গ্রামের কাছে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের একটি বট গাছে ধাক্কা মারে। যখন পৌঁছই ওখানে, দেখি চারিদিকে রক্তাক্ত অবস্থা। সবাই পড়ে রয়েছে। তত ক্ষণে শ্যামসুন্দরপুর গ্রামের বহু মানুষ তাঁদেরকে উদ্ধার করার জন্য এসেছেন। আমরা তড়িঘড়ি ৬ জনকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাই।’’

পরিবার জানিয়েছে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বরের জ্যাঠতুতো দাদা সুশান্ত মাহাতো (২৫) এবং মামা শক্তি মাহাতো (৪৫)-কে মৃত ঘোষণা করেন। চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার দুপুরে মৃত দু’জনের দেহ ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ভুবন বলেন, ‘‘এই অবস্থায় আর কী করে বৌভাত করি? বৌভাত বাতিল করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement