বিজেপিতে দুই নেতা! পদক্ষেপের পথে তৃণমূল

বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ও শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি বামদেব গুছাইতের ছবি প্রকাশ্যে আসায় দুই নেতার বিজেপিতে যোগদানের জল্পনা জোরদার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ০০:০১
Share:

তৃণমূল থেকে বিজেপির পথে।

বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ও শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি বামদেব গুছাইতের ছবি প্রকাশ্যে আসায় দুই নেতার বিজেপিতে যোগদানের জল্পনা জোরদার হয়েছে।
ওই দুই নেতা এ নিয়ে ব্যাখ্যা দিলেও তাতে সন্তুষ্ট নয় শাসক দলের ব্লক নেতৃত্ব। তৃণমূলের একাংশ সূত্রে খবর, ব্লক নেতৃত্বের অভিযোগ পেয়ে ওই দুই নেতা সিরাজ ও বামদেবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথেও এগোচ্ছেন জেলা নেতৃত্ব। ওই ঘটনা নিয়ে আলোচনার জন্য শুক্রবার দলের ব্লক কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছিল। তৃণমূল নেতৃত্বের মতে, বামদেবের সঙ্গে সিরাজের ঘনিষ্ঠতা রয়েছে। লোকসভা ভোটে ব্লক নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন বামদেব। কিন্তু লোকসভা ভোটের সময় থেকেই বিজেপি নেতাদের সঙ্গে বামদেবের ঘনিষ্ঠতার কথা জানা যায়। তাই বিজেপির কেন্দ্রীয় নেতার সঙ্গে বামদেব ও সিরাজের ছবি মোটেই কাকতালীয় নয়। তৃণমূল সূত্রে খবর, সিরাজ খানের বিরুদ্ধে এখনই কড়া ব্যবস্থা না নিলেও বামদেবের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন ব্লক দলীয় নেতৃত্ব।
শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের আহ্বায়ক শরৎ মেট্যা এ দিন বলেন, ‘‘বামদেবকে ব্লক কমিটির সদস্য পদ থেকে অপসারণের পাশাপাশি সমবায় সমিতির পদ থেকে অপসারণের জন্য জেলা নেতৃত্বের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।’’ এ দিন তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়ে বামদেব বলেন, ‘‘ব্লক তৃণমূল কমিটির বৈঠকে আমাকে ডাকা হয়নি। তাই আমাকে পদ থেকে সরানোর সিদ্ধান্তের বিষয়ে জানা নেই। তবে দল মনে করলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সমবায়ের পদ থেকে সরালেও আমার কোনও অসুবিধা নেই।’’ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান এদিন বলেন, ‘‘আমি দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি। আমি তৃণমূলেই আছি। দল ছাড়িনি বা অন্য দলে যোগও দিইনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement