Hilsa

Fishing: বর্ষা আসছে, কিন্তু জালে ইলিশ উঠবে তো? পাঁচ কারণে শঙ্কায় দিঘার মৎস্যজীবীরা

গত বছর দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ। তার পুনরাবৃত্তি এ বারও ঘটবে কি না তা নিয়ে আশঙ্কা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১৪:৫৭
Share:

ইলিশ-অভিযান শুরুর অপেক্ষা। — ফাইল চিত্র

সমুদ্রে মাছ ধরায় টানা ৬১ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। বুধবার থেকে মাছ ধরতে সমুদ্রে ঝাঁপাতে চলেছে দিঘার কয়েক হাজার ট্রলার। তবে গত বারের অভিজ্ঞতার জেরে আশা-নিরাশার দোলাচলে মৎস্যজীবীরা। তাঁদের মনে প্রশ্ন, এ বারও ইলিশের খরা কাটবে তো?

Advertisement

গত বছর দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল জলের রুপোলি ফসল ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ। সেই ঘটনার পুনরাবৃত্তি এ বারও ঘটবে কি না তা নিয়েই উৎকণ্ঠায় মৎস্যজীবী থেকে শুরু করে ওই ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দিঘা-শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশানের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘‘এই মুহূর্তে ছোট-বড় মিলিয়ে প্রায় দু’হাজারেরও বেশি ট্রলার সমুদ্রে মাছ ধরতে নামার জন্য তৈরি রয়েছে। তবে গত বারের খরা কাটিয়ে এ বার সমুদ্রে ইলিশের দেখা মিলবে কি না, তা মৎস্যজীবীরা এক বার সমুদ্র থেকে ফিরে না এলে বোঝা মুশকিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement