মাস্ক পরে প্রতিবাদ। নিজস্ব চিত্র
‘পরীক্ষার বিরোধী নয়, বিরোধী এই সঙ্কটকালের। পরীক্ষা দিতে গিয়ে যদি কোন ছাত্রছাত্রী করোনায় আক্রান্ত হম, তার দায় কে নেবে’। হাতে লেখা এমনই পোস্টার নিয়ে কলেজগুলিতে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কমিশনের (ইউজিসি) নির্দেশিকার বিরোধিতা করে বৃহস্পতিবার ভার্চুয়াল প্রতিবাদ করল শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি।
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এ দিন বাড়িতে বসেই টিএমসিপির সাংগঠনিক পদাধিকারীরা ভার্চুয়াল প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন। একইসঙ্গে জেলার বেশ কিছু কলেজের ছাত্রছাত্রীরাও ইউজিসি-র নতুন নির্দেশিকার বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ছিলেন।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সমস্ত কলেজে পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছিল রাজ্য সরকার। তারপর ইউজিসি জানিয়ে দেয়, সমস্ত কলেজে পরীক্ষা হবে। এরপর থেকেই কেন্দ্র সরকারের বিরোধিতা করে আন্দোলনে নামে বিভিন্ন ছাত্র সংগঠন। আগেই এ ব্যাপারে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিল ডিএসও। এদিন দেশপ্রাণ মহাবিদ্যালয়ের টিএমসিপির ইউনিট সভাপতি আবেদ আলি খান বলেন, ‘‘ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে কলেজে পরীক্ষা করা হলে ছাত্রছাত্রীরা আক্রান্ত হতে পারেন। সে ক্ষেত্রে দায়িত্ব কে নেবে?’’
এদিন জেলার ১৪টি কলেজের টিএমসিপি নেতৃত্ব বাড়িতে বসেই এই কর্মসূচিতে যোগ দেন। টিএমসিপির পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অণ্বেষা জানা বলেন, ‘‘ইউজিসি-র এটা তুঘলকি সিদ্ধান্ত। লকডাউন চলায় সরাসরি কোনও প্রতিবাদ মিছিল করা হয়নি। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে ভার্চুয়াল প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে।’’