শহরের দুই ওয়ার্ডের সীমানা বরাবর সড়ক চলে গিয়েছে গ্রামীণ এলাকায়। দীর্ঘদিন ধরে বেহাল ওই সড়ক সংস্কারের দাবিতে দল পরিচালিত পুরসভার দৃষ্টি আকর্ষণে পথে নামলেন তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা। হল গণসাক্ষর কর্মসূচি।
বৃহস্পতিবার দিনভর খড়্গপুর শহরের কমলাকেবিন থেকে জফলা সড়কে পথচারীদের সই সংগ্রহ করা হয়। ওই সড়কটি খড়্গপুর শহরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে হওয়ায় রাস্তা নির্মাণে দায় ঠেলাঠেলি চলছে। স্থানীয় সিপিএম ও বিজেপি কাউন্সিলরেরা উদ্যোগী নন বলেও এলাকার তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ। তাই পুর-উদ্যোগে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন তাঁরা। স্থানীয় তৃণমূল নেতা আশিস সেনগুপ্ত বলেন, “এই সড়কটি যে দুই কাউন্সিলরের অধীন, তাঁরা উদাসীন। তাই পুরসভা যাতে এই সড়ক নির্মাণে উদ্যোগী হয় তাই এই পদক্ষেপ।”
কিছুদিন আগেও এই সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়রা পথে নেমেছিলেন। তবে লাভ হয়নি। শরৎপল্লির বাসিন্দা বিভাস হোর বলেন, “পুরসভার উদাসীনতায় এই সড়ক বেহাল। ঝুঁকি নিয়ে চলতে হয়।’’ যদিও খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের বক্তব্য, “ইন্দার বিদ্যাসাগরপুর ও জফলা সড়কের সংস্কারের জন্য মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের কাছে টাকা চেয়েছি। ওই রাস্তা পুরসভা একার পক্ষে মেরামত সম্ভব নয়। শিগ্গিরি ওই সড়ক পরিদর্শনে যাব। পুজোর আগে যাতে মেরামত হয় দেখব।”