সবং

নতুন-পুরনো দ্বন্দ্বে ভেস্তে গেল বৈঠক

নতুন-পুরনো দ্বন্দ্বে ভেস্তে গেল তৃণমূলের বৈঠক। মঙ্গলবার সবংয়ে তৃণমূলের ব্লক সভাপতি প্রভাত মাইতি বৈঠক ডাকেন। যদিও সদ্য দলে আসা কর্মীরা না আসায় বৈঠক বাতিল হয়ে যায়। সবংয়ের দণ্ডরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তুলেছিলেন কয়েকজন কংগ্রেস সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:০৩
Share:

নতুন-পুরনো দ্বন্দ্বে ভেস্তে গেল তৃণমূলের বৈঠক। মঙ্গলবার সবংয়ে তৃণমূলের ব্লক সভাপতি প্রভাত মাইতি বৈঠক ডাকেন। যদিও সদ্য দলে আসা কর্মীরা না আসায় বৈঠক বাতিল হয়ে যায়।

Advertisement

সবংয়ের দণ্ডরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তুলেছিলেন কয়েকজন কংগ্রেস সদস্য। মাধববাবু দীর্ঘদিন ধরেই তৃণমূল করেন। অভিযোগকারী কংগ্রেস সদস্যরা সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। দিন কয়েক আগে অভিয়োগকারীদের একজন প্রধানের কাজের কথা জানতে চেয়ে তথ্য জানার অধিকারে আবেদন জানিয়েছেন। সেই বিষয়ে বিস্তারিত জানতেই এ দিন বৈঠক ডাকেন প্রভাতবাবু।

সদ্য দলে আসা কর্মীরা যোগ না দেওয়ায় বৈঠক ভেস্তে যায়। তৃণমূলের ব্লক সভাপতি প্রভাতবাবু বলেন, “পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তথ্য জানার অধিকারে আবেদন জানানো ওই কর্মী আমাদের দলে সদ্য এসেছেন। তাই বিষয়টি জানতে বৈঠক ডেকেছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘আবেদনকারী ওই কর্মী অসুস্থ বলে আসতে পারবেন না বলে জানিয়েছেন। তাই বৈঠক বাতিল করেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement