হলদিয়ায় মিছিলে হামলা, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

এ যেন নতুন এবং পুরনোর লড়াই! আর তার জেরেই গোষ্ঠী সংঘর্ষে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল হলদিয়ার ভবানীপুর থানা এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হলদিয়ার বর্তমান যুব তৃণমূল সভাপতি শেখ রুহুল ইসলামের সঙ্গে এলাকার প্রাক্তন যুব তৃণমূল সভাপতির বিরোধ আগাগোড়াই। তার জেরে মাঝে মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ১৩:৩৮
Share:

এ যেন নতুন এবং পুরনোর লড়াই! আর তার জেরেই গোষ্ঠী সংঘর্ষে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল হলদিয়ার ভবানীপুর থানা এলাকা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হলদিয়ার বর্তমান যুব তৃণমূল সভাপতি শেখ রুহুল ইসলামের সঙ্গে এলাকার প্রাক্তন যুব তৃণমূল সভাপতির বিরোধ আগাগোড়াই। তার জেরে মাঝে মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ ২১ জুলাই উপলক্ষে শেফ রুহুল ওরফে বাপির নেতৃত্বে যুব তৃণমূল একটি মিছিল বের করে। ভবানীপুর থানা এলাকার সিটি সেন্টার থেকে মিছিলটি শুরু হয়। অভিযোগ, মাতঙ্গিনী মোড়ে পৌঁছলে মিছিলটির উপরে আচমকাই হামলা চালানো হয়। ঘটনায় দুই গোষ্ঠীর মোট ১০ জন আহত হন। তাঁরা হলদিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙচুর চালানো হয় একটি মোটরবাইক-সহ তিনটি গাড়িতে। রুহুল ইসলামের অভিযোগ, এলাকার কাউন্সিলরের ছেলে সঞ্জীব পট্টনায়েকের নেতৃত্বেই এই হামলা। সঞ্জীববাবু প্রাক্তন যুব তৃণমূল সভাপতির গোষ্ঠীর বলে তাঁর অভিযোগ। যদিও বিষয়টিতে কোনও রাজনৈতিক রং লাগাতে নারাজ সঞ্জীববাবু। তাঁর উপরে হামলার অভিযোগও মানতে চাননি তিনি। উল্টে তিনি বলেন, ‘‘মিছিল থেকে এলাকার মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করা হচ্ছিল। স্থানীয়রাই এর জবাব দিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement