প্রকাশ্যে শাসক দলের কোন্দল

পার্টি অফিসে হেনস্থা ব্লক সভাপতিকে

তৃণমূলের কোন্দলের জেরে দলের ব্লক সভাপতি-সহ বেশ কয়েকজনকে হেনস্থার অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পিংলার তৃণমূলের ব্লক কার্যালয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০০:১৫
Share:

তৃণমূলের কোন্দলের জেরে দলের ব্লক সভাপতি-সহ বেশ কয়েকজনকে হেনস্থার অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পিংলার তৃণমূলের ব্লক কার্যালয়ে।

Advertisement

কয়েকদিন ধরে পিংলার ক্ষীরাই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্নীতি চলছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল একটি গোষ্ঠী। তা নিয়ে বৈঠক করতে যাওয়ার পথেই ঘেরাও হতে হয় তৃণমূলের ব্লক সভাপতি হৃষিকেশ দিন্দাকে। পরে ক্ষীরাই থেকে ফিরে সন্ধ্যায় তৃণমূলের পিংলা ব্লক কার্যালয়ে আসেন হৃষিকেশ। সেখানে ফের দলের দুই গোষ্ঠীর অশান্তি বাধে। এর পরে হৃষিকেশ অনুগামী বলে পরিচিত মোবারক হুসেন নামে এক তৃণমূলকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে পিংলা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোবারক পরে বলেন, “ক্ষীরাই অঞ্চলে দুর্নীতির প্রতিবাদ করেছিলাম। তারপরই এই ঘটনা।’’

প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গৌতম জানার সঙ্গে বর্তমান ব্লক সভাপতি হৃষিকেশের বিরোধ দীর্ঘ দিনের। তার জেরেই এই ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর। হৃষিকেশ এ দিন বলেন, “সিপিএম থেকে আসা দলেরই কিছু লোকের হাতে আমাকে আক্রান্ত হতে হয়েছে। আমাদের কর্মী মোবারক হুসেনকেও মারধর করা হয়েছে। গৌতম জানাকে বহিষ্কার করেছি। সেই রাগে গৌতমের উস্কানিতেই শেখ মফিজুল এই কাজ করেছে।’’ যদিও তিনি ঘটনাস্থলে ছিলেন না বলেই দাবি করেছেন গৌতম। আর তৃণমূলের ব্লক কোর কমিটির সদস্য শেখ মফিজুলের বক্তব্য, “আমি ব্লক কার্যালয়ে যতক্ষণ ছিলাম, ততক্ষণ কোনও অশান্তি হয়নি। কে, কী অভিযোগ তুলছেন আমার জানা নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement