বহিষ্কৃতদের দলে ফেরাল তৃণমূল

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ২৩:৩৫
Share:

—প্রতীকী চিত্র।

লোকসভা নির্বাচনের আবহে দলের শক্তি বাড়াতে দল থেকে বহিষ্কৃত নেতৃত্ব ও কর্মীদের পুনরায় দলে ফেরাল তৃণমূল। সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত কর্মী-সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা।

Advertisement

মুলত গড়বেতা ২ নম্বর ব্লকের শারবৎ, ৮ নম্বর অঞ্চলের সভাপতি, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মনিরুল খান, তফসিলি সেলের সভাপতি কিষান হেমব্রম, ব্লক যুব তৃণমূলের সহ-সভাপতি চিন্ময় মাহাতো-সহ বেশ কয়েক জন বহিষ্কৃত তৃণমূল নেতা-কর্মীদের সোমবার পুণরায় দলে ফিরিয়ে নেওয়া হয় এবং পুনরায় আগের মতো সংগঠনের কাজ করার নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। এ ছাড়াও সোমবার গড়বেতা ২ নম্বর ব্লকের দু’জন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। সব মিলিয়ে প্রায় ৫০ জন তৃণমূলে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement