ফের ময়নায় অভিযুক্ত তৃণমূল

পদ্ম-প্রধানের বাড়ি ভাঙচুর করে আগুন

সভার আয়োজন ঘিরে তৃণমূলের প্রস্তুতির পাশাপাশি পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। তার মধ্যেই রবিবার ময়নার পাশের তমলুক ব্লকের শ্রীরামপুর-১ পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৩০
Share:

আগুন নেভাচ্ছেন গ্রামের লোকজন। নিজস্ব চিত্র

এলাকার দখল ঘিরে বাকচা এলাকায় কয়েক মাস ধরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অশান্তি লেগে রয়েছে। দিন কয়েক আগে ময়নার গড়ময়না গ্রামে এক যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ ঘিরে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদ্যসের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকার মানুষ। সেই আবহেই আজ, সোমবার ময়নার পূর্ণানন্দ বিদ্যাপীঠ ময়দানে তৃণমূলের সভার আয়োজন করা হয়েছে। যেখানে মুখ্য বক্তা হিসেবে রয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

সভার আয়োজন ঘিরে তৃণমূলের প্রস্তুতির পাশাপাশি পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। তার মধ্যেই রবিবার ময়নার পাশের তমলুক ব্লকের শ্রীরামপুর-১ পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যথারীতি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, শ্রীরামপুর-১ পঞ্চায়েতটি ময়না বিধাসভার এলাকায় পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর-১ পঞ্চায়েতে প্রধান পদে জয়ী হয়েছিলেন বিজেপির মঞ্জু বেরা। বিজেপির অভিযোগ, প্রধান নির্বাচিত হওয়ার পর মঞ্জুদেবী প্রায় একমাস ধরে অফিসে গিয়ে কাজ করছিলেন। এরপরে অফিসে ঢুকে প্রধানের উপর আক্রমণ চালায় তৃণমূলের লোকজন। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে তিনি অফিসে যেতে পারছেন না। রবিবার দুপুরে শ্রীরামপুর গ্রামে মঞ্জুদেবীর বাড়িতে হামলা ও বাড়ির পিছনে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভান।

Advertisement

মঞ্জুদেবীর অভিযোগ, ‘‘তৃণমূলের ৫০-৬০ জন মহিলা সমর্থক বাড়িতে হামলা চালিয়ে আমার খোঁজ করতে থাকে। আমাকে তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই ওরা এসেছে বুঝতে পেরে দোতলার ধরে লুকিয়ে পড়ি। ওরা আমার স্বামী, শাশুড়ি, জা-সহ পরিবারের সদস্যদের হেনস্থা করে ও বাড়ির পিছনে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। আমাদের পরিবারকে হুমকি দিয়ে গিয়েছে।’’

অভিযোগ অস্বীকার করে তমলুক ব্লক তৃণমূল নেতা তথা জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা বলেন, ‘‘মঞ্জুদেবীর বাড়িতে গোলমালের ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। ১০০ দিনের কাজ না পেয়ে এলাকার মহিলা শ্রমিকরা প্রধানের বাড়িতে জবাব চাইতে গিয়েছিলেন। প্রধানের বাড়ির লোকজন তাঁদের মারধর করে তাড়িয়ে দেয়। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই মহিলা শ্রমিকেরা। এরপর ওই মহিলাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে প্রধানের পরিবারের লোকেরাই খড়ের গাদায় আগুন লগায়।’’

পুলিশ জানিয়েছে, মঞ্জুদেবীর বাড়িতে হামলা বা খড়ের গাদায় আগুন লাগার ঘটনা নিয়ে রাত পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement