লক্ষ্মণের দলে যোগ তিন সিপিএম নেতার

সিপিএম ছেড়ে শনিবার লক্ষ্মণ শেঠের নেতৃত্বাধীন ভারত নির্মাণ পার্টিতে যোগ দিলেন সিপিএমের জেলা কমিটির এক সদস্য-সহ দলের তিন নেতা।শনিবার বিকেলে তমলুকের নিমতৌড়িতে ভারত নির্মাণ পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়ে এসে সিপিএমের জেলা কমিটির সদস্য শান্তনু করন, রামনগর জোনাল কমিটির প্রাক্তন সদস্য পরিমল চন্দ, সিপিএম প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন জেলা নেতা নিশিকান্ত দাস এ দিন ভারত নির্মাণ পার্টিতে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:৫৮
Share:

ভারত নির্মাণ পার্টির পতাকা হাতে প্রাক্তন সিপিএম নেতারা। তমলুকে পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

সিপিএম ছেড়ে শনিবার লক্ষ্মণ শেঠের নেতৃত্বাধীন ভারত নির্মাণ পার্টিতে যোগ দিলেন সিপিএমের জেলা কমিটির এক সদস্য-সহ দলের তিন নেতা।

Advertisement

শনিবার বিকেলে তমলুকের নিমতৌড়িতে ভারত নির্মাণ পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়ে এসে সিপিএমের জেলা কমিটির সদস্য শান্তনু করন, রামনগর জোনাল কমিটির প্রাক্তন সদস্য পরিমল চন্দ, সিপিএম প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন জেলা নেতা নিশিকান্ত দাস এ দিন ভারত নির্মাণ পার্টিতে যোগ দেন। এদিন এই যোগদান পর্বে ছিলেন ভারত নির্মাণ পার্টির রাজ্য সভাপতি লক্ষ্মণ শেঠ -সহ দলের জেলা নেতৃত্ব।

এ দিন সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য নেতৃত্বকে আক্রমণ করে লক্ষ্মণবাবু বলেন, ‘‘সিপিএমে এমন অনেক নেতা আছেন যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত থেকেও দলের রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন। সিপিএম নেতৃত্ব সাধারণ মানুষকে দিশা দেখাতে ব্যর্থ হয়েছে। তাই সিপিএম থেকে মানুষ মুখ ফেরাচ্ছেন।’’ দলের জেলা কমিটির এক সদস্য-সহ তিন নেতার ভারত নির্মাণ পার্টিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ‘‘দলে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে না পেরেই সুশান্তবাবু অন্য দলে যোগ দিয়েছেন। আর পরিমলবাবু আগেই তৃণমূলে চলে গিয়েছিলেন। নিশিকান্তবাবু দলের সমর্থক হলেও বর্তমানে দলের কোন পদে নেই। এই বদলে দলে কোন প্রভাব পড়বে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement