ভিন্‌ জাতে বিয়ে, সামাজিক বয়কটের অভিযোগ

বাধ্য হয়ে ওই পাঁচটি পরিবার গত শুক্রবার জুমকি পঞ্চায়েত প্রশাসন ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

এগরা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ০৬:৩১
Share:

এঁদেরই বয়কট করা হয়েছে বলে অভিযোগ। নিজস্ব চিত্র

ভিন্‌ জাতের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার ‘অপরাধে’ একটি পরিবারকে গ্রামে সামাজিক বয়কটের অভিযোগ উঠল।

Advertisement

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের জুমকি পঞ্চায়েতের বহরদা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরদা গ্রামের বাসিন্দা অবন্তী করণ, গুরুপ্রসাদ শাসমল, অনন্ত শাসমল, লক্ষীকান্ত শাসমল ও শঙ্কর শাসমল দীর্ঘ এক বছর ধরে সামাজিক বয়কটের শিকার। তাঁদের অভিযোগ, পরিবারের একজনের সঙ্গে ভিন জাতের মেয়ের বিয়ে হওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ গ্রামেরই মোড়ল শ্রীহরিচরণ করণ এবং দেবব্রত করণ তাঁদের সামাজিক ভাবে বয়কট করে রেখেছে। অবন্তীর অভিযোগ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, পুজোর পাশাপাশি , সাব-মার্সিবল পাম্প, দুধ, চাষের জলের মতো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকী গ্রামেরই কারুর সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে ওই সব পরিবারের দাবি, অভিযুক্তরা তাঁদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চলেছে। ঘরছাড়া করার হুমকিও দিচ্ছে।

বাধ্য হয়ে ওই পাঁচটি পরিবার গত শুক্রবার জুমকি পঞ্চায়েত প্রশাসন ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে অভিযুক্ত শ্রীহরিচরণ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘‘গ্রামে ওই পরিবারগুলি কোনও কাজে সহযোগিতা করে না। তাই আমরাও ওঁদের সঙ্গে অসহযোগিতা করি। তবে কোনওরকম বয়কট করা হয়নি।’’

Advertisement

পঞ্চায়েতের উপ-প্রধান উদয়শঙ্কর সর বলেন, ‘‘ওই পরিবারগুলি যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দুটি পরিবারের মধ্যে সমস্যার কারণেই ওই অবস্থা।’’ জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ‘‘বিডিও কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।” এগরা-১ এর বিডিও বংশীধর ওঝা বলেন, ‘‘ভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement