Road

রাস্তা তৈরির কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু জামবনিতে

শ্রমিকদের থাকার জন্য টিনের ছাউনি দিয়ে অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে সেখানে। কোনও কারণে সেই ঘরে আগুন লেগে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২০:৩৭
Share:

শ্রমিকদের টিনের অস্থায়ী ছাউনিতে আগুন। নিজস্ব চিত্র।

রাস্তা তৈরির কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম কৃষ্ণ বাউরি (২০)। বাড়ি বাঁকুড়া জেলার ইন্দপুর থানা এলাকায়। ঝাড়গ্রাম জেলার জামবনি থানার হড়কি এলাকায় ঘটনাটি ঘটে রবিবার রাতে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হড়কিতে কয়েক দিন ধরে রাস্তা তৈরির কাজ চলছিল। শ্রমিকদের থাকার জন্য টিনের ছাউনি দিয়ে অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে সেখানে। কোনও কারণে সেই ঘরে আগুন লেগে যায়। সেখানে রান্নার জন্য স্টোভ ছিল। আগুন ছড়িয়ে পড়ে। অন্যান্য শ্রমিকেরা বেরিয়ে যেতে সক্ষম হলেও কৃষ্ণ বেরিয়ে যেতে পারেননি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। পুলিশ কৃষ্ণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে পাঠায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement