নন্দীগ্রামে গুলিচালনার দশম বর্ষপূর্তিতে গোকুলনগর ও ভাঙাবেড়ায় শহিদ স্মারক প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন হবে আজ, মঙ্গলবার। শহিদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী, সাংসদ দিব্যেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ।
নন্দীগ্রামে ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষা আন্দোলনের সময় ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশ অভিযান চালায়। ওইদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয় বলে অভিযোগ। নিহতদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ রাজ্য জুড়ে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল-সহ বিভিন্ন সংগঠন। রাজনৈতিক পালাবদলের পর ২০১২ সালের ১৪ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নন্দীগ্রামে শহিদ স্মরণ দিবস
পালিত হয়।
ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা তথা নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহের বলেন, ‘‘শহিদ পরিবারের সদস্য ও জমি আন্দোলনকারী গ্রামবাসীদের সঙ্গে অনুষ্ঠানে থাকবেন শুভেন্দুবাবু, শিশিরবাবু, দিব্যেন্দুবাবু ও দলের রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গোকুলনগরের অধিকারী পাড়া ও সোনাচূড়ার ভাঙাবেড়ায় শহিদ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও আদর্শ নির্বাচনী আচরণ বিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’’
দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল। নন্দীগ্রামে শহিদ দিবস পালনের পর আজ, মঙ্গলবার বিকেলে কাঁথি শহরের ডরমেটরি হল ময়দানে তৃণমূলের সভা আয়োজিত হবে। এই সভার মধ্য দিয়েই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের প্রচার শুরু হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুবাবু, শিশিরবাবু, দিব্যেন্দুবাবু ও চন্দ্রিমাদেবী ছাড়াও সভায় দলের অন্য বিধায়ক ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন।