এ সব বন্ধ করুন, দলবাজিতে কড়া শুভেন্দু

ঝাড়গ্রামে এসে জঙ্গলমহল পুনরুদ্ধারের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারী এমন নিদানই দিলেন। সঙ্গে জানালেন, নেত্রীর মনোনীত ব্লক সভাপতিদের কাউকেই পদ থেকে সরানো হবে না। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০১:৫২
Share:

ফাইল চিত্র।

কোনও রকম দলবাজি চলবে না। ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে বিভেদ ভুলে কাঁধে কাঁধ মি‌লিয়ে কাজ করতে হবে।

Advertisement

ঝাড়গ্রামে এসে জঙ্গলমহল পুনরুদ্ধারের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারী এমন নিদানই দিলেন। সঙ্গে জানালেন, নেত্রীর মনোনীত ব্লক সভাপতিদের কাউকেই পদ থেকে সরানো হবে না।

শনিবার ঝাড়গ্রামে তৃণমূলের জেলা কোর কমিটির রুদ্ধদ্বার বৈঠক করেন জঙ্গলমহলের দলীয় পর্যবেক্ষক শুভেন্দু। শহরের ফরেস্ট রেঞ্জ সভাঘরে ঘন্টা দেড়েকের বৈঠক চলে। লোকসভায় ভরাডুবির পরে দলের অন্দরেই অভিযোগ উঠেছিল, একাংশ নেতা-কর্মী ভোটে নিষ্ক্রিয় ছিলেন। জানা গিয়েছে, এ দিন শুভেন্দু জেলার এক আদিবাসী নেতাকে সতর্ক করে বলেছেন, ওই নেতা যে কাজ করছেন না সে খবর তাঁর কাছে আছে। তবে কাউকে পদ থেকে সরানো হবে না বলে জানান তিনি। সঙ্গে এ-ও জানান, প্রতি ব্লকে কোর কমিটি হবে। শুভেন্দু বলেন, ‘জেলা সভাপতি বিরবাহা সরেন ও নির্মল ঘোষ ব্লক স্তরের কমিটিগুলি গঠন করবেন। পুরনো কর্মীদের জায়গা দিতে হবে।’

Advertisement

তৃণমূলের এক সূত্রে খবর, বৈঠকে শুভেন্দুর সামনেই কয়েকটি ব্লকের যুযুধান দু’গোষ্ঠীর নেতারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তোলেন। শুভেন্দু কড়া বার্তা দেন, ‘এ সব বন্ধ করুন।’ ঝাড়গ্রাম শহরের দুই যুযুধান নেতা প্রাক্তন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব ও শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায়কে ১১ অগস্ট পদযাত্রা আয়োজনের নির্দেশ দিয়ে শুভেন্দুর সংযোজন, ‘একশো-পাঁচশো যাই লোক জুটুক পদযাত্রা করতে হবে।’ ওই পদযাত্রায় শুভেন্দুও থাকবেন। এখন থেকে প্রতি সপ্তাহে জেলায় আসবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

দলের বিরুদ্ধে অন্তর্ঘাত বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেছেন শুভেন্দু। কিছুদিন আগে ঝাড়গ্রামের কিছু কর্মী স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধে কলকাতায় নালিশ জানাতে গিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে কথা বলেন। এ দিন বৈঠকে ওই কর্মীদের ডেকেছিলেন শুভেন্দু। এ দিন বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মুখবন্ধ খামে শুভেন্দুকে অভিযোগ জমা দেন। পরে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘‘অগস্ট মাসে তিন বার এই জেলায় আসব। ১১ অগস্ট ক্ষুদিরামের আত্মত্যাগের দিনে ঝাড়গ্রাম শহরে, ১৮ তারিখ নয়াগ্রামের বড়পাটে যেখানে বিধায়ক দুলাল মুর্মু এবং উজ্জ্বল দত্তের কাকা আক্রান্ত হয়েছিলেন সেখানে সভা করব। আর ২৫ তারিখ সাঁকরাইলে পরবর্তী জেলা কোর কমিটির বৈঠক হবে।’’ এ দিন মেদিনীপুরেও বৈঠক করেছেন শুভেন্দু। আগামী ৯ অগস্ট মেদিনীপুরে তৃণমূলের সভায় শুভেন্দুই প্রধান বক্তা। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই শনিবার সন্ধ্যায় সভাঘরে বৈঠক হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement