শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
কে হবেন পুরপ্রধান? গত সাড়ে তিন বছর যিনি দায়িত্ব সামলেছেন, সেই দেবপ্রসাদ মণ্ডল, নাকি নতুন কোনও মুখ! বিরোধী শূন্য হলদিয়া পুরসভায় বোর্ড গঠনের আগে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। আলোচনা উঠে এসেছে অনেক নামই। তবে সকলেই সিদ্ধান্তের ভার সঁপেছেন শুভেন্দুর উপর।
রবিবার সন্ধ্যা ৭টায় হলদিয়া ভবনে জয়ী ২৯ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। ছিলেন হলদিয়া টাউন ব্লকের সভাপতি মধুরিমা মণ্ডলও। দেবপ্রসাদবাবু এ দিন দাবি করেন, গত সাড়ে তিন বছরে তিনি দিল্লি থেকে বহু প্রকল্প এনেছেন হলদিয়ায়। আরও একবার সুযোগ পেলে তিনি আরও ভাল কাজ করবেন।
তবে দেবপ্রসাদবাবুর বিরোধী দলের নেতারা অন্য মুখ চান। প্রাক্তন উপ-পুরপ্রধান গোপাল দাস, স্বপন নস্করের মতো নেতারা দেবপ্রসাদবাবুকে আর দেখতে চান না বলে সাফ জানিয়ে দেন। আবার আজিজুল রহমান নতুন ও পুরনোদের মধ্যে সামঞ্জস্য রেখেই চেয়ারম্যান ও চেয়ারম্যান-ইন-কাউন্সিলার নির্বাচনের অনুরোধ করেন।
মহিলা কাউন্সিলরদের একাংশ আবার চেয়ারম্যান হিসেবে মধুরিমা মণ্ডলের নাম তোলেন। কেউ কেউ বলে ফেলেন, ‘‘আমরা পদত্যাগ করলে সেই আসনে জিতে আসবেন দিদি।’’ তবে হলদিয়ার পুরপ্রধান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন মধুরিমাদেবী। সঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুজোর পর তিনি টাউন ব্লকের সভাপতি পদও ছেড়ে দেবেন। সেখানে আসবেন বর্ষীয়ান কোনও নেতা।
আগামী বুধবার শপথের অনুষ্ঠান হবে হলদিয়া পুরসভার সভাকক্ষে, জানিয়েছেন হলদিয়ার এসডিও পূর্ণেন্দুশেখর নস্কর। এসডিও জানান, সূচি অনুযায়ী বেলা সওয়া ১২টার সময় শুরু হবে শপথ গ্রহণ। সেখানেই হবে পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের নির্বাচন। একাধিক নাম প্রস্তাব করা হলে, ভোটাভুটি হবে।
জানা গিয়েছে, কাউন্সিলররা শপথ নেওয়ার পর পুরসভার বাইরে সভা করবেন নব নির্বাচিত চেয়ারম্যান। থাকবেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।