জেলা কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র।
বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটের ভরাডুবি হয়েছে। তারপর সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছেন, এই জোট গড়ার সিদ্ধান্ত দলীয় লাইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। তারপরেও অবশ্য তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস যৌথ আন্দোলনের পক্ষেই সওয়াল করছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
মঙ্গলবার দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন সূর্যবাবু। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা মনে করছি ২০১৪-র লোকসভা নির্বাচনে আমাদের পক্ষে মানুষের যে সমর্থন ছিল সেটাকে ধরে রাখা, খানিকটা হলেও বাড়াতে পারা সম্ভব হয়েছে জোট গড়ে। তবে বিধানসভা ভোটে অল্প সময়ের মধ্যে জোট গড়ে উঠেছিল। এটা আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল বলা যায় না।’’ এরপরই সূর্যবাবুর সংযোজন, ‘‘ভোটের পরে আক্রান্ত মানুষের অধিকার রক্ষায় তৃণমূল-বিজেপি’র বিরুদ্ধে কংগ্রেস-সহ সব ধর্মনিরপেক্ষ দল ও বামফ্রন্টের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা দরকার।’’
‘অধিকারী গড়’ পূর্ব মেদিনীপুরে এ বার তিনটি বিধানসভা আসন লাভ করেছে বামেরা। সেই প্রসঙ্গ টেনে সিপিএমের রাজ্য সম্পাদ এ দিন বলেন, ‘‘গত লোকসভা ভোটে এই জেলায় আমাদের ভোটের হার কিছুটা বেড়েছিল। এ বারও তা বেড়েছে। তিনটি আসনে জয় এসেছে। দলের সাংগঠনিক দিক থেকে এটা বেশ তাৎপর্যপূর্ণ।’’ দলীয় সূত্রে খবর, এ দিন জেলা কমিটির বৈঠকে সূর্যবাবুর সামনে কয়েকজন সদস্য অভিযোগ করেন, নন্দীগ্রাম, খেজুরি, পটাশপুর প্রভৃতি এলাকায় দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছে। কিন্তু রাজ্য নেতৃত্বকে সে ভাবে পাশে পাওয়া যাচ্ছে না। সূর্যবাবু অবশ্য জানান জোট কর্মীরা আক্রান্ত হলেই জেলা ও রাজ্য নেতৃত্ব যাবেন।