জোটকে কটাক্ষ সুব্রতর

গত পাঁচ বছর সরকারের উন্নয়নের কথা স্মরণ করিয়ে বিরোধীদের খাসতালুকে দলের প্রার্থীদের জেতানোর আবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। ২০১১ সালে পরিবর্তনের ঝড়েও পিংলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বামেরা। এ বারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ডিএসপির বিদায়ী বিধায়ক প্রবোধচন্দ্র সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০১:১৮
Share:

গত পাঁচ বছর সরকারের উন্নয়নের কথা স্মরণ করিয়ে বিরোধীদের খাসতালুকে দলের প্রার্থীদের জেতানোর আবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। ২০১১ সালে পরিবর্তনের ঝড়েও পিংলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বামেরা। এ বারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ডিএসপির বিদায়ী বিধায়ক প্রবোধচন্দ্র সিংহ। সবংয়েও মানসবাবু কংগ্রেসের প্রার্থী। মঙ্গলবার বিকেলে পিংলার বাসুদেবপুর ও সবংয়ের ভেমুয়ায় দু’টি সভা করেন সুব্রতবাবু। উপস্থিত ছিলেন পিংলায় দলের প্রার্থী সৌমেন মহাপাত্র, সবংয়ের প্রার্থী নির্মল ঘোষ, জেলা নেতা অজিত মাইতি, অমূল্য মাইতি প্রমুখ। দু’টি সভাতেই বাম-কংগ্রেস জোটের সমালোচনায় সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুব্রতবাবু বলেন, “বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়তে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মানুষের দরজায় পাওনা পৌঁছে দিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement