গত পাঁচ বছর সরকারের উন্নয়নের কথা স্মরণ করিয়ে বিরোধীদের খাসতালুকে দলের প্রার্থীদের জেতানোর আবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। ২০১১ সালে পরিবর্তনের ঝড়েও পিংলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বামেরা। এ বারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ডিএসপির বিদায়ী বিধায়ক প্রবোধচন্দ্র সিংহ। সবংয়েও মানসবাবু কংগ্রেসের প্রার্থী। মঙ্গলবার বিকেলে পিংলার বাসুদেবপুর ও সবংয়ের ভেমুয়ায় দু’টি সভা করেন সুব্রতবাবু। উপস্থিত ছিলেন পিংলায় দলের প্রার্থী সৌমেন মহাপাত্র, সবংয়ের প্রার্থী নির্মল ঘোষ, জেলা নেতা অজিত মাইতি, অমূল্য মাইতি প্রমুখ। দু’টি সভাতেই বাম-কংগ্রেস জোটের সমালোচনায় সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুব্রতবাবু বলেন, “বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়তে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মানুষের দরজায় পাওনা পৌঁছে দিয়েছে।”