তৃণমূল নেতার যোগদানে বিজেপি কর্মী, সমর্থকদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
‘দুর্নীতিগ্রস্ত’কে দলে নেওয়া নিয়ে তীব্র ক্ষোভ ছড়াল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভায়।
শনিবার বিজেপিতে যোগ দেন চন্দ্রকোনা-১ নম্বর ব্লকের ক্ষীরপাই পুরসভার কাউন্সিলর তথা জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম ভট্টাচার্য। চন্দ্রকোনার খেজুরডাঙা মাঠে শুভেন্দু অধিকারীর জনসভায় যোগদান করেন তৃণমূল থেকে আসা একাধিক নেতা নেত্রী। সেই ভিড়ে ছিলেন গৌতম-ও। এ দিন সভার শেষে শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন গৌতম। সে সময় মঞ্চের নীচে থাকা এক দল বিজেপি কর্মী সমর্থক বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা গৌতমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তৃণমূল থেকে আসা ওই নেতা ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিযোগ করেন। তবে তাতে অবশ্য গৌতমের বিজেপি-তে যোগদান আটকায়নি।
এ ব্যাপারে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন গৌতম। বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্য বলেন, ‘‘দলে যাঁরা যোগ দিচ্ছেন, তাঁদের দলের নিয়ম মেনে চলতে হবে। কয়েক জন প্রতিবাদ করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’
আরও পড়ুন: রোগী কল্যাণ সমিতির সদস্যদের টিকা দেওয়া নিয়ে বিতর্ক
আরও পড়ুন: স্বাস্থ্যকেন্দ্রের খোলা চত্বরে কোভিড টেস্টের ব্যবহৃত কিট, সংক্রমণের আতঙ্ক মেমারিতে