সরকারি নিয়ম মেনে সার বিক্রি হচ্ছে কি না তা খতিয়ে দেখে গেলেন ডিরেক্টর অব ফার্টিলাইজার মুভমেন্ট ইন্দরসিং রাণা। শনিবার তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের উপ অধিকর্তা (জৈব ও রাসায়নিক সার) মুরারি যাদব, পূর্ব মেদিনীপুরের কৃষিদফতরের উপ অধিকর্তা (প্রশাসন) সুশান্ত মহাপাত্র প্রমুখ। এ দিন সকালে প্রথমে তাঁরা নন্দকুমারের খঞ্চিতে এক পাইকারি সার ব্যবসায়ীর দোকানে যান। পরে মহিষাদলের কাপাসেড়িয়া একটি খুচরো সারের দোকানে যান। দুটি জায়গাতের স্টক লিস্ট, স্টক রেজিস্টার, সারের দাম ও মজুত সারের পরিমাণ বোর্ডে ডিসপ্লে করা আছে কি না তা খতিয়ে দেখেন। পরে ওই প্রতিনিধিদল হলদিয়ার দুর্গাচকে টাটা কেমিক্যালসে যান। সেখানে কী কী ধরনের সার উৎপাদন হচ্ছে সে বিষয়ে তারা খোঁজ নেন।
কৃষি দফতরের পূর্ব মেদিনীপুরের উপ-অধিকর্তা (প্রশাসন) সুশান্ত মহাপাত্র জানান, নিয়ম মেনে সার বিক্রি হচ্ছে কি না, পাইকারি বা খুচরো সার ব্যবসায়ীদের সমস্যা আছে কি না সে সব বিষয়ে খোঁজ নিয়েছেন। তাছাড়াও হলদিয়ায় টাটা কেমিক্যালস কারখানাও তিনি পরিদর্শন করেছেন।