ফাইল চিত্র।
লৌহ আকরিক বোঝাইয়ের সময় হলদিয়া বন্দরে একটি বিদেশি জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেলেন এক নাবিক। শুক্রবার রাত সাড়ে ১০টার ওই ঘটনায় নিখোঁজ জাহাজের সেকেন্ড অফিসারের শনিবারও খোঁজ মেলেনি।
বন্দর সূত্রের খবর, নিখোঁজ নাবিকের নাম সান উ। বছর চৌত্রিশের ওই নাবিকের বাড়ি মায়ানমারে। হলদিয়া বন্দরের ৯ নম্বর বার্থে ওই জাহাজে লৌহ আকরিক বোঝাই করা হচ্ছিল। রাতে পণ্য বোঝাইয়ের পর জাহাজের ওই অফিসার ডক ছাড়ার আগে ডক বেসিলের দিকে একটি বিশেষ ধরনের সিঁড়িতে চেপে নাব্যতা দেখতে নামছিলেন। সেই সময় পা ফস্কে তিনি নীচে পড়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে।
রাতেই ঘটনাস্থলে যান বন্দরের আধিকারিকরা। তড়িঘড়ি নামানো হয় ডুবুরি। বন্দরের আধিকারিক প্রবীণকুমার দাস বলেন, ‘‘বন্দরের তরফ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশিতে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই নাবিকের সন্ধান পাওয়া যায়নি।’’