রূপনারায়ণের গর্ভে গৌরাঙ্গ ঘাটের একাংশ

রূপনারায়ণ নদের পশ্চিম পাড়ে কোলাঘাট বাজার। স্থানীয় সূত্রে খবর, বছর দশেক আগে এক স্বেছাসেবী সংস্থার সাহায্যে গৌরাঙ্গ ঘাটটি তৈরি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৮
Share:

কোলাঘাটে গৌরাঙ্গ ঘাট বাঁধানোর মরিয়া চেষ্টা স্থানীয়দের।

কয়েক বছর ধরে রূপনারায়ণের ভাঙনের কবলে কোলাঘাট বাজার। প্রতি বছর বর্ষার কোটালে একটু একটু করে এগিয়ে আসছে নদ। এ বার তলিয়ে গেল কোলাঘাটের ঐতিহ্যবাহী গৌরাঙ্গ ঘাটের একটা বড় অংশ। স্থানীয়দের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও সেচ দফতর ভাঙন রোধে পদক্ষেপ করেনি। তাঁদের আশঙ্কা, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে গোটা কোলাঘাট বাজারই তলিয়ে যাবে রূপনারায়ণের গর্ভে।

Advertisement

রূপনারায়ণ নদের পশ্চিম পাড়ে কোলাঘাট বাজার। স্থানীয় সূত্রে খবর, বছর দশেক আগে এক স্বেছাসেবী সংস্থার সাহায্যে গৌরাঙ্গ ঘাটটি তৈরি হয়। কংক্রিটের পাড় তৈরি করে সেখানে বসার জায়গা, মন্দির তৈরি করেন স্থানীয়রা। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে এখানে ভিড় করেন পুণ্যার্থীরা। এছাড়া, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে আসা পণ্যবাহী নৌকোর মালপত্র ওঠানো-নামানো হয় এই ঘাটেই।

বছর খানেক আগেই ঘাটে ধস নামতে শুরু করে। চলতি বর্ষার কোটালে সেটির ব্যাপক ক্ষতি হয়। সোমবার ঘাটের প্রায় ৮০ ফুট অংশ তলিয়ে যায় রূপনারায়ণে।

Advertisement

স্থানীয়েরা জানান, কোলাঘাট বাজারের উল্টোদিকে রূপনারায়ণ নদের পূর্ব প্রান্তে তৈরি হয়েছে বিশাল চর। ফলে গতিপথ বদলেছে রূপনারায়ণ। বর্তমানে নদ সোজা বয়ে যাওয়ার বদলে বইছে পশ্চিম পাড় বেয়ে। ফলে ধস নামছে কোলাঘাট বাজার এলাকায়। সোমবারের ঘটনায় প্রশ্ন উঠেছে ভাঙন রোধে সেচ দফতরের ভূমিকা নিয়ে।

সেচ দফতরের এসডিও (পাঁশকুড়া-১) ললিত চৌধুরী বলেন, ‘‘কোলাঘাট বাজারকে রক্ষা করতে গোটা পাড়টি বোল্ডার দিয়ে বাঁধানো হবে। আশা করি পুজোর পরে কাজ শুরু করতে পারব। তখন আর সমস্যা থাকবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement