বাস উল্টে দুর্ঘটনা, মৃত বাবা ও ছেলে

কলকাতা থেকে হলদিয়াগামী বেসরকারি শীতাতপ নিয়ন্ত্রিত বাস উল্টে মৃত্যু হল বাবা ও ছেলের। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার সকালে নন্দকুমার থানার খঞ্চির কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৩
Share:

দুর্ঘটনাগ্রস্ত বাস। নিজস্ব চিত্র।

কলকাতা থেকে হলদিয়াগামী বেসরকারি শীতাতপ নিয়ন্ত্রিত বাস উল্টে মৃত্যু হল বাবা ও ছেলের। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার সকালে নন্দকুমার থানার খঞ্চির কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সপ্তর্ষি বিশ্বাস (২২) এবং শুভাশিস বিশ্বাস (৫৬)। তাঁদের বাড়ি দমদমে। শুভাশিসবাবু খড়্গপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন।

Advertisement

সপ্তর্ষিকে এ দিন হলদিয়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য নিয়ে আসছিলেন শুভাশিসবাবু। কলকাতার ধর্মতলা থেকে হলদিয়াগামী বেসরকারি একটি বাসে উঠেছিলেন তাঁরা। হাঁসগেড়ি য়া গ্রামের কাছে বাসের একটি যন্ত্রাংশ ভেঙে বিকল হয়ে যায়। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।

আহতদের উদ্ধার করে নন্দকুমার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসার পথে সপ্তর্ষির মৃত্যু হয়। বাকি তিনজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা হাসপাতালে শুভাশিসবাবুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসের স্টিয়ারিং কেটে যাওয়ার ফলেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement