নির্বাচন কমিশনের ভূমিকায় আপাতত সন্তুষ্ট বামেরা। এ কথা জানাতে ভোলেননি সিপিএমের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার দাসপুরের দাদপুরে এক কর্মিসভায় তিনি বলেন, “নিবার্চন কমিশন এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা সন্তুষ্ট। আশা করি ভোটের দিন পর্যন্ত একই রকম ভাবেই কমিশন তার দায়িত্ব পালন করবে।”
এ দিন ঘাটাল ও দাসপুর বিধানসভার দুই জোট প্রার্থী কমল দোলই ও স্বপন সাঁতরার সমর্থনে তিনিটি সভা করেন ঋতব্রত। সিপিএমের ছাত্র-যুব সংগঠনের আয়োজনে প্রথম সভাটি হয় তৃণমূলের শক্তঘাঁটি দাসপুরের দাদপুরে। পরে বিকেলে ঘাটাল টাউন হলে এবং দাসপুরের আজুড়িয়ায় অন্য দু’টি সভা করেন তিনি। ঘাটাল শহরে একটি মিছিলও বের হয়। দলীয় কর্মীদের উদ্দেশে ঋতব্রত বলেন, “আপনারা এখন থেকেই বুথ পাহারা দিন। যাতে সকলে নিজের ভোট নিজেই দিতে পারেন। ’’