টুকলিতে বাধা, ভাঙচুর চলল স্কুলে

মাধ্যমিক পরীক্ষা শেষে স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল কয়েক মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকপাড়া বালিকা বিদ্যালয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০২:১৪
Share:

লন্ডভন্ড। মানিকপাড়ার স্কুলের হাল এমনই। নিজস্ব চিত্র

মাধ্যমিক পরীক্ষা শেষে স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল কয়েক মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকপাড়া বালিকা বিদ্যালয়ে।

Advertisement

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থীদের নকল করতে বাধা দিয়েছিলেন স্কুলের শিক্ষকরা। আর তার জেরেই পরীক্ষা শেষে স্কুলে ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা। তবে এ বিষয়ে পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি।

স্কুল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্কুলে গিয়ে দেখা যায়, স্কুল প্রাঙ্গণ পুরোটাই ভরে রয়েছে ছেঁড়া কাগজে। শহিদ বেদির রেলিং ভেঙে পড়ে রয়েছে। জলের কল ভাঙা। স্কুলের প্রধান শিক্ষিকা রমা হাটুই কর বলেন, ‘‘স্কুলে মানিকপাড়া বয়েজ হাই স্কুল, মানিকপাড়া বয়েজ হাই স্কুল (এইচ এস) ও খালশিউলি হাইস্কুলের সিট পড়ে। গতকাল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল। পরীক্ষার শেষে ছাত্র ছাত্রীরা বাড়ি যাওয়ার সময় বোম ফাটায়, ভেঁপু বাজায় ও স্কুলের ছাদে ঢিল মারে। কিন্তু কাল রাতে কারা ভাঙচুর করল জানি না।’’

Advertisement

তবে স্কুলে ব্যাপক ভাঙচুরের প্রতিবাদে স্কুলের ছাত্রী, শিক্ষক শিক্ষিকরা শুক্রবার মানিকপাড়া বাজারে মৌন মিছিল করে। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘এই কি শিক্ষা?’’ ফলে কারও নামে অভিযোগ দায়ের না হলেও লক্ষ্য যে পড়ুয়ারা, সেই ইঙ্গিত ছিল স্পষ্ট।

স্কুল পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব বন্দোপাধ্যায় বলেন, ‘‘যারা এই কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই। আমাদের স্কুলে প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। ভবিষ্যতে আমরা স্কুলে সেন্টার নেব কি না সেটা ভেবে দেখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement