রেলশহরে তৃণমূলে রদবদল

এক রেলমাফিয়া শ্রীনু নায়ডু খুন হয়েছে। আর সেই ঘটনায় সদ্য গ্রেফতার হয়েছে আর এক রেলমাফিয়া রামবাবু। এ নিয়ে রেলশহর খড়্গপুরে যখন শোরগোল পড়েছে, ঠিক তখনই শহর তৃণমূলে বড় রদবদল হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০০:২২
Share:

এক রেলমাফিয়া শ্রীনু নায়ডু খুন হয়েছে। আর সেই ঘটনায় সদ্য গ্রেফতার হয়েছে আর এক রেলমাফিয়া রামবাবু। এ নিয়ে রেলশহর খড়্গপুরে যখন শোরগোল পড়েছে, ঠিক তখনই শহর তৃণমূলে বড় রদবদল হল। তৃণমূলের খড়্গপুর শহর সভাপতি পদ থেকে দেবাশিস চৌধুরীকে সরিয়ে নতুন সভাপতি করা হল প্রদীপ সরকারকে। বৃহস্পতিবারই নতুন সভাপতি হিসেবে পুরপ্রধান প্রদীপবাবুর নাম ঘোষণা করেছে জেলা তৃণমূল। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “খড়্গপুরে দলের শহর সভাপতি করা হয়েছে প্রদীপ সরকারকে। এটা দলের সিদ্ধান্ত।”

Advertisement

কাউন্সিলর দেবাশিসবাবুকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। রেলশহরের আরও দুই নেতা জহরলাল পাল এবং রবিশঙ্কর পাণ্ডেকে দলের জেলা কমিটিতে নেওয়া হবে বলে জানিয়েছেন অজিতবাবু। রেলশহরে দলের সভাপতি পদে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা ছিল বলেই দাবি তৃণমূলের এক সূত্রের। ওই সূত্রের মতে, এ ক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত প্রয়োজন ছিল। বুধবারই সেই সঙ্কেত মেলে। বৃহস্পতিবার মেদিনীপুরে এক বৈঠকের পরই প্রদীপবাবুর নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

তৃণমূল সূত্রের দাবি, পুরপ্রধান হিসেবে প্রদীপবাবুর কাজে দলের রাজ্য নেতৃত্ব খুশি। তাঁর সঙ্গে পুলিশ-প্রশাসনেরও ‘সুসম্পর্ক’ আছে। বিজেপির বাড়বাড়ন্ত রুখতে রেলশহরে ঘর গোছাতে চাইছে তৃণমূল। সব দিক দেখেই প্রদীপবাবুকে শহর সভাপতি করা হয়েছে। প্রদীপবাবু বলেন, “আমি দলের অনুগত সৈনিক। দল নতুন একটা দায়িত্ব দিয়েছে। সকলকে সঙ্গে নিয়ে তা ভাল ভাবে পালনের চেষ্টা করব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement