বুথে পাহারার বার্তা রবীনের

বাম সমর্থিত নির্দল প্রার্থীর হয়ে একসঙ্গে মিছিল করলেন সিপিএম-কংগ্রেসের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভার নির্দল প্রার্থী সিরাজ খানের জন্য মিছিলে হাঁটলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক ও হলদিয়া শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ০১:২২
Share:

মহিষাদলে রবীন দেব।

বাম সমর্থিত নির্দল প্রার্থীর হয়ে একসঙ্গে মিছিল করলেন সিপিএম-কংগ্রেসের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভার নির্দল প্রার্থী সিরাজ খানের জন্য মিছিলে হাঁটলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। ছিলেন কয়েক হাজার সমর্থকও। এ দিন বিকেলে নন্দকুমার হাইরোডের শ্রীধরপুর থেকে শুরু হয় মিছিল। হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক হয়ে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত যায়। যৌথ মিছিল থেকেই রবীন দেব অভিযোগ করেন, ‘‘রেলের লোহা চুরির দায়ে দোষী সাব্যস্ত রানিগঞ্জের বিধায়ক সোহরাব আলি। তাঁর হয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে কথা বলছেন তাতে দুষ্কৃতীরা তো উৎসাহিত হবেই। আর দলদাস পুলিশ মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসাবে।’’

Advertisement

মহিষাদলের জোটের প্রার্থী সুব্রত মাইতির সমর্থনেও মিছিল এবং সভা করেন রবীন দেব। মহিষাদলের রবীন্দ্র পাঠাগার থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করার পর সভা হয় প্রজ্ঞানন্দ ভবনে। সেখানে রবীন দেব কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘ভোটের দিন আপনারা বুথ পাহারায় থাকবেন। দেখবেন যেন ভোট লুঠ না হয়। এটাই এখন
গুরুত্বপূর্ণ কাজ।’’

দেহ উদ্ধার। শ্বশুরবাড়ির পিছন থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। শুক্রবার সুতাহাটা থানার বাহারডাব গ্রামের ঘটনা। মৃত উত্তম মণ্ডলের (২৮) বাড়ি বেগুনবেড়িয়া গ্রামে। জানা গিয়েছে, বছর তিনেক আগে শ্রীমন্ত আদকের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল উত্তমের। পারিবারিক অশান্তির জেরে বেশ কিছুদিন ধরেই ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকছিলেন উত্তমের স্ত্রী। প্রতিবেশীরা জানিয়েছেন, উত্তম বারবার শ্বশুর বাড়ি এসে স্ত্রী, ছেলেমেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চাইতেন। কিন্তু কাজ হয়নি। তারপর এ দিন তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement