Qurban Shah

কুরবান হত্যা মামলার চার্জগঠন পিছোল

অন্যদিকে, কুরবান হত্যাকাণ্ডে সর্বশেষ ধৃত মহম্মদ আজিম ওরফে পাপ্পুর বিরুদ্ধে শনিবার তমলুক সিজেএম আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০০:৪২
Share:

কুরবান শা। —ফাইল চিত্র।

কুরবান শা হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠনের প্রক্রিয়া পিছোল। আগামী ১১ মার্চ তমলুকের তিন নম্বর অতিরিক্ত জেলা দায়রা আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।

Advertisement

অন্যদিকে, কুরবান হত্যাকাণ্ডে সর্বশেষ ধৃত মহম্মদ আজিম ওরফে পাপ্পুর বিরুদ্ধে শনিবার তমলুক সিজেএম আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে পুলিশ। এ দিন অন্য ধৃতদের সঙ্গে পাপ্পুকেও তোলা হয়েছিল তমলুকের তিন নম্বর অতিরিক্ত জেলা দায়রা আদালতে।

গত বছর অক্টোবরে মাইশোরায় নিজের কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান। ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান হয় আরও কয়েকজন গ্রেফতার হয়েছে। কোন কোন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, ওই মামলায় এ দিন আদালতে সরকারি আইনজীবী আইনজীবী আব্দুল মোহিত তা নিয়ে বিচারকের সামনে সওয়াল করেন। আইনের ভাষায় যাকে বলা হয় ‘কেস ওপেন’। নিয়ম অনুযায়ী ‘কেস ওপেন’ হওয়ার পর অভিযুক্ত পক্ষের আইনজীবী সেই বিষয়ে তাঁর মতামত জানাবেন। তারপর হবে চার্জ গঠন।

Advertisement

কিন্তু এ দিন আদালতে অভিজুকদের পক্ষের আইনজীবী জানান, কেস ওপেনের বিষয়টি না পড়ে তাঁর পক্ষে মতামত জানানো যাবে না। এই বক্তব্য শোনার পর বিচারক আগামী ১১ মার্চ মতামত জানানো ও চার্জ গঠনের দিন ধার্য করেন। সরকারি আইনজীবী আব্দুল মোহিত বলেন, ‘‘আমরা চার্জ গঠনের সমস্ত প্রক্রিয়াই সম্পন্ন করেছি। কিন্তু অভিযুক্তদের আইনজীবী সময় চাওয়ায় এ দিন চার্জ গঠন হয়নি। বিচারক ১১ মার্চ চার্জ গঠনের দিন ধার্য করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement