ছত্রধরের মুক্তি চেয়ে পোস্টার

ইউএপিএ মামলায় সাজাপ্রাপ্ত জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো-সহ ছ’জনের মুক্তির দাবিতে পোস্টার পড়ল অরণ্যশহরে। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল চত্বর, এসডিও অফিস, মহকুমা আদালত চত্বরে সাঁটানো ওই পোস্টারগুলি দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:৩১
Share:

ইউএপিএ মামলায় সাজাপ্রাপ্ত জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো-সহ ছ’জনের মুক্তির দাবিতে পোস্টার পড়ল অরণ্যশহরে। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল চত্বর, এসডিও অফিস, মহকুমা আদালত চত্বরে সাঁটানো ওই পোস্টারগুলি দেখা যায়। সিপিআই (এমএল) পিসিসি এবং এপিডিআর-এর নামাঙ্কিত পোস্টারগুলিতে লেখা ছিল, গণ আন্দোলনের নেতা ছত্রধর মাহাতো-সহ সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। খবর পেয়ে পুলিশ এসে ওই পোস্টারগুলি ছিঁড়ে দেয়।

Advertisement

নকল মদ উদ্ধার। শনিবার এগরা-১ ব্লকের জুমকি অঞ্চলের বহড়দা গ্রাম থেকে উদ্ধার হল নকল মদ। গ্রেফতার হল একজন। গোপন সুত্রে খবর পেয়ে বিকেল সাড়ে তিনটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে আশুতোষ করণ ওরফে শম্ভু-র বাড়িতে হানা দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement