অপহৃতাকে উদ্ধারে ‘ঘুষ’, অভিযুক্ত এস আই

ঘটনার পরের দিনই পাঁশকুড়া থানায় সন্দীপের বিরুদ্ধে এফএইআর দায়ের করেন নাবালিকার বাবা। তাঁর অভিযোগ, ঘটনার তদন্তকারী অফিসার সুবীর সেন তদন্তের স্বার্থে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তিনি ওই অফিসারকে ৫ হাজার টাকা দেন বলে দাবি। তাঁর অভিযোগ, টাকা নিয়েও তাঁর মেয়েকে ফিরিয়ে দিতে পারেনি ওই অফিসার। উল্টে তিনি মাইশোরার তৃণমূল নেতা কুরবান শা’র কাছে গিয়ে  বিষয়টি মিটিয়ে নিতে বলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০০:২০
Share:

১৯ অগস্ট পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকার যশোড়া গ্রামের বাসিন্দা ওই নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ছবি : প্রতীকী

নাবালিকা অপহরণ মামলায় অপহৃতার বাবার কাছ থেকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ উঠল পাঁশকুড়া থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। নাবালিকাকে ফেরাতে না পেরে ওই অফিসার তৃণমূল নেতার দ্বারস্থ হওয়ার নিদান দেন বলে অভিযোগ। নিরুপায় হয়ে অপহৃতার বাবার জেলা পুলিশ সুপারের কাছে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ অগস্ট পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকার যশোড়া গ্রামের বাসিন্দা ওই নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত সন্দীপ দলুই এলাকার চকগোপাল গ্রামের বাসিন্দা। ঘটনার পরের দিনই পাঁশকুড়া থানায় সন্দীপের বিরুদ্ধে এফএইআর দায়ের করেন নাবালিকার বাবা। তাঁর অভিযোগ, ঘটনার তদন্তকারী অফিসার সুবীর সেন তদন্তের স্বার্থে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তিনি ওই অফিসারকে ৫ হাজার টাকা দেন বলে দাবি। তাঁর অভিযোগ, টাকা নিয়েও তাঁর মেয়েকে ফিরিয়ে দিতে পারেনি ওই অফিসার। উল্টে তিনি মাইশোরার তৃণমূল নেতা কুরবান শা’র কাছে গিয়ে বিষয়টি মিটিয়ে নিতে বলেন।

নাবালিকার বাবার আরও অভিযোগ, অভিযুক্ত সন্দীপ তৃণমূলের কর্মী হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে বুধবার তমলুকে জেলা পুলিশ সুপারের অফিসে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘ওই অফিসার টাকা নিয়েও কোনও ব্যবস্থা নেননি। উল্টে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন।’’

Advertisement

অভিযুক্ত পুলিশ অফিসার সুবীর সেন বলেন, ‘‘যেহেতু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ হয়েছে। তাই তাঁরা তদন্ত করে দেখবেন প্রকৃত সত্য কী।’’ আর কুরবান শা’র দাবি, ‘‘এই বিষয়ে আমাকে মেয়ের বাবা বা পুলিশ কিছুই জানায়নি। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement