Maoist

Maoists: মাওবাদীদের বাংলা বন্‌ধের প্রভাব পড়ল জঙ্গলমহলে, প্রায় স্তব্ধ যান চলাচল

এমনকি, জেলা সদর ঝাড়গ্রামের রাস্তাতেও শুক্রবার যানবাহনের সংখ্যা সাধারণ দিনের তুলনায় অনেক কম! বেশ কিছু দোকানপাটও খোলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১০:৩৮
Share:

মাওবাদীদের বন্‌ধে শুনশান জঙ্গলমহল। নিজস্ব চিত্র।

জঙ্গলমহলের ইতিউতি জটলায় গত কয়েক দিন ধরেই আলোচনায় ছিল মাওবাদীদের ডাকা বাংলা বন্‌ধ। দিন কয়েক ধরে বিভিন্ন এলাকায় ৮ এপ্রিল (শুক্রবার) বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী সংগঠনের নামাঙ্কিত পোস্টারও উদ্ধার হচ্ছিল। এই পরিস্থিতিতে শুক্রবার মাওবাদীদের ডাকা বাংলা বন্‌ধের প্রভাব দেখা গেল ঝাড়গ্রামের জঙ্গলমহলে।

শুক্রবার সকাল থেকে জঙ্গলমহলের রাস্তায় তেমন কোনও যানবাহনের দেখা মেলেনি। কেবলমাত্র হাতেগোনা কয়েকটি সরকারি বাস চলছে। জঙ্গল ঘেরা গঞ্জ এলাকাগুলিতে অধিকাংশ দোকানপাটই ছিল বন্ধ। তবে সম্ভাব্য অশান্তি ঠেকাতে সকাল থেকেই ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে পুলিশ। চলছে টহলদারি।

Advertisement

পাহাড়-জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির প্রায়ই সমস্ত দোকানপাট বন্ধ। সকাল থেকেই রাস্তা খাঁ খাঁ করছে । বিনপুর, শিলদা, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, ঝাড়গ্রাম, দহিজুড়ি, জামবনি-সহ বিভিন্ন এলাকায় বন্‌ধের ভাল সাড়া পড়েছে । এমনকি, জেলা সদর ঝাড়গ্রামের রাস্তাতেও শুক্রবার যানবাহনের সংখ্যা সাধারণ দিনের তুলনায় অনেক কম। বেশ কিছু দোকানপাটও খোলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement