সামসাবাদ গ্রাম প়ঞ্চায়েত

তছরুপের নালিশ, প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

একশো দিনের কাজের প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে নন্দকুমার ব্লকের তৃণমূল পরিচালিত সাওড়াবেড়িয়া জালপাই-১ গ্রামপঞ্চায়েত প্রধান ও সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল জেলা প্রশাসন। একশো দিনের কাজের প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলা নোডাল অফিসার নন্দকুমার ব্লকের ওই গ্রামপঞ্চায়েতের প্রধান মানস হাজরা ও প্রকল্পের কাজের সময় থাকা পঞ্চায়েতের সচিবের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের বিষয়ে মঙ্গলবার নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেছেন ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০০:৫৬
Share:

একশো দিনের কাজের প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে নন্দকুমার ব্লকের তৃণমূল পরিচালিত সাওড়াবেড়িয়া জালপাই-১ গ্রামপঞ্চায়েত প্রধান ও সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল জেলা প্রশাসন।

Advertisement

একশো দিনের কাজের প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলা নোডাল অফিসার নন্দকুমার ব্লকের ওই গ্রামপঞ্চায়েতের প্রধান মানস হাজরা ও প্রকল্পের কাজের সময় থাকা পঞ্চায়েতের সচিবের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের বিষয়ে মঙ্গলবার নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেছেন । পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক ( উন্নয়ন) অজয় পাল বলেন, ‘‘ওই গ্রামপঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পের বিভিন্ন কাজ নিয়ে স্পেশাল অডিটে আর্থিক অনিয়ম ধরা পড়েছিল। তার ভিত্তিতেই গ্রামপঞ্চায়েতের প্রধান ও সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, ‘‘নন্দকুমারের সাওড়াবেড়িয়া জালপাই-১ গ্রাম পঞ্চায়েত প্রধান ও সচিবের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু
করা হয়েছে।’’

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার ব্লকের সাওড়াবেড়িয়া জালপাই-১ গ্রামপঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের প্রকল্পে ২০১২-১৩ ও ২০১৩-১৪ আর্থিক বছরে বিভিন্ন কাজে নানা আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছে। ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের তরফে ওই গ্রামপঞ্চায়েতের একশো দিনের প্রকল্পে বিভিন্ন কাজের বিষয়ে স্পেশাল অডিট করা হয়। অডিট রিপোর্টে প্রকল্পের কাজে গ্রামপঞ্চায়েত প্রধান ও তৎকালীন গ্রামপঞ্চায়েত সচিবের বিরুদ্ধে কয়েকলক্ষ টাকা সরকারি অর্থ তছরুপের অভিযোগ আনা হয়। এরপরেই জেলা প্রশাসনের তরফে মঙ্গলবার নন্দকুমার থানায় ওই গ্রামপঞ্চায়েতের প্রধান মানস হাজরা ও তৎকালীন সচিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

ওই গ্রামপঞ্চায়েতের প্রধান মানস হাজরার সঙ্গে বুধবার একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি । নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সুকুমার বেরা বলেন, ‘‘একশো দিনের কাজে আর্থিক অনিয়মের সাওড়াবেড়িয়া জালপাই-১ গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানতে পেরেছি। এবিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। আমি এ নিয়ে কোন মন্তব্য করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement