Mamata Banerjee

‘দিদি’র পাশেই ছোট আঙারিয়া

শুভেন্দু-সহ বিজেপিতে ‘মেগা’ যোগদানের পর লালগড়ের নেতাইয়ে গেরুয়া মিছিল হলেও, একটিও পদ্ম-পতাকা উড়তে দেখা যায়নি ছোট আঙারিয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০১:৫৩
Share:

—ফাইল চিত্র

নেতাইয়ের সমর্থন পেলেও বিমুখ ছোট আঙারিয়া। শুভেন্দু অধিকারী দল বদলে বিজেপিতে গেলেও গড়বেতার ছোট আঙারিয়া থাকছে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই।

Advertisement

শুভেন্দু-সহ বিজেপিতে ‘মেগা’ যোগদানের পর লালগড়ের নেতাইয়ে গেরুয়া মিছিল হলেও, একটিও পদ্ম-পতাকা উড়তে দেখা যায়নি ছোট আঙারিয়ায়। অথচ নেতাইয়ের মতো ছোট আঙারিয়ার সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল শুভেন্দু অধিকারীর। বাম আমলে এই দুই স্থানের ‘গণহত্যা’ ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অন্যতম হাতিয়ার। সেই সূত্রে নেতাইয়ের মতো শুভেন্দুর সঙ্গে যোগাযোগ গড়ে উঠে ছোট আঙারিয়ারও। সিপিএমের বিরুদ্ধে আন্দোলনে শুভেন্দু অধিকারীকে ছোট আঙারিয়া পাশে পেলেও, এখন সেই শুভেন্দুর বিরুদ্ধেই আওয়াজ তুলছে গড়বেতার এই গ্রাম।

২০০১ সালের ৪ জানুয়ারির রাতে ছোট আঙারিয়ার যাঁর বাড়িতে গণহত্যার ঘটনা ঘটেছিল বলে তৃণমূল বরাবর অভিযোগ করে এসেছে, সেই তৃণমূল কর্মী বক্তার মণ্ডল শুভেন্দুর বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি। বুধবার সকালে নিজের গ্রামে নিহতদের স্মরণে গড়া স্মারকস্তম্ভের পাশে দাঁড়িয়ে বক্তার মণ্ডল বলেন, ‘‘শুভেন্দুদা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে মুর্খামিই করল, বাংলার মানুষ দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) নেতৃত্বে আন্দোলন করে সিপিএমকে হঠিয়ে শান্তি ফিরিয়ে এনেছেন। মানুষের হৃদয়ে দিদি, শুভেন্দু সেখানে পাত্তা পাবেন না।’’ ছোট আঙারিয়া গ্রামের তৃণমূল নেতা আখতার খাঁ-সহ দলের কয়েকজন কর্মীও শুভেন্দু অধিকারীর দলবদলকে ভাল চোখে দেখছেন না। তাঁদের কথায়, ‘‘বিজেপি গরীব মানুষের কথা, কৃষকের কথা ভাবে না। এটা জেনেও শুভেন্দু তৃণমূলে বিশ্বাসঘাতকতা করে সেই দলে গেলেন। ছোট আঙারিয়া দিদির (মমতা) পাশেই রয়েছে।’’

Advertisement

কয়েকবছর আগেই ছোট আঙারিয়ায় এসেছিলেন শুভেন্দু অধিকারী। গ্রামে ঢোকার মুখে তাঁর নাম লেখা উদ্বোধনী ফলক এখনও দাঁড়িয়ে রয়েছে। গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ‘‘শুভেন্দু গ্রামের কর্মসূচিতে কয়েকবার এসেছিলেন। এক সময় নিয়মিত খোঁজ খবর নিতেন, সেই নেতা যে এমন সিদ্ধান্ত নেবেন তা বোঝা যায়নি।’’ গ্রাম ঘুরে গেরুয়া পতাকা চোখে পড়েনি। প্রতি বছর ৪ জানুয়ারি ছোট আঙারিয়ায় ‘গণহত্যা’য় নিহত দলীয় কর্মীদের স্মরণে সভা করে তৃণমূল। এ রকমই এক সভায় এসেছিলেন শুভেন্দু অধিকারী। না এলেও খোঁজখবর নিতেন তিনি। এ বারও হবে স্মরণসভা। তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, ‘‘এ বার ছোট আঙারিয়ায় আরও বড় করে সভা হবে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement