শ্রমিক নেই, জলের পাইপ মেরামতে দেরি

শহরের বিভিন্ন জায়গায় জলের পাইপ লাইন ফেটে গিয়েছে। জল জমছে রাস্তায়। আবর্জনার স্তূপে জল জমে দুর্গন্ধও ছড়াচ্ছে। এই ছবি মেদিনীপুরের। পুরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৮
Share:

জল থইথই রাস্তা। মেদিনীপুরের দেশবন্ধুনগরে।নিজস্ব চিত্র।

শহরের বিভিন্ন জায়গায় জলের পাইপ লাইন ফেটে গিয়েছে। জল জমছে রাস্তায়। আবর্জনার স্তূপে জল জমে দুর্গন্ধও ছড়াচ্ছে। এই ছবি মেদিনীপুরের। পুরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি।

Advertisement

মেদিনীপুর পুরসভা জানিয়েছে, নোটের সমস্যায় ঠিকাদাররা সময়মতো শ্রমিকদের টাকা দিতে পারেননি। তাই দিন কুড়ি হল শ্রমিকদের কাজে পাওয়া যাচ্ছে না। পুর-পারিষদ (জল) মৌ রায় বলেন, ‘‘পৌষ সংক্রান্তিতে ছুটি নিয়েছিল শ্রমিকেরা। তারপর থেকেই আর তারা কাজে আসছে না। তাই পাইপ লাইন মেরামত করতে সময় লাগছে।’’

মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পাইপ লাইন ফেটে জল গিয়ে পড়ছে রাস্তায়। সকাল-বিকেল সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। জল জমে এক দিকে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে, তেমনই আবর্জনার স্তূপে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে মশার উপদ্রব। মেদিনীপুর শহরের বড়বাজার, কোতবাজার, বক্সিবাজার দেশবন্ধুনগর-সহ বিভিন্ন জায়গায় একই সমস্যা। দেশবন্ধুনগরের বাসিন্দা অরুণ ঘড়া বলেন, ‘‘প্রায় ২০ দিন ধরে পাইপ ফেটে জল বেরোচ্ছে। রোজ বাড়ির সামনে জল থই থই। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি।’’ এলাকার আর এক বাসিন্দা সৌম্যব্রত চক্রবর্তীর কথায়, ‘‘এক দিকে দুর্গন্ধ, আর এক দিকে মশার উপদ্রব, আমরা তো সারাক্ষণ দরজা-জানালা বন্ধ করে রেখেছি।’’

Advertisement

সমস্যা মানছেন পুর-পারিষদ (জল) মৌদেবী। তিনি বলেন, ‘‘বিভিন্ন ওয়ার্ডে মানুষের সমস্যা হচ্ছে বুঝতে পারছি। আশা করি কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement