দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। —নিজস্ব চিত্র।
অল্পের জন্য রক্ষা পেলেও ব্রীজের রেলিং ভেঙ্গে ঝুলোল যাত্রীবাহী ছোট গাড়ি। শনিবার ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই মনসাতলা চাতালে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর। একটি ছোট গাড়ির পেছনে পন্যবাহী ট্রাকের ধাক্কা যখম দুই আরোহী। ট্রাকের ধাক্কায় ব্রীজের রেলিংয়ে ঝুলতে থাকে ছোট গাড়িটি।ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে ঝুলে থাকা গাড়ি থেকে দুজনকে। তাদের উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে পাঠায়। ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে গিয়ে চাতালের ব্রীজের রেলিংয়ে ঝুলতে থাকা গাড়িটিকে উদ্ধার করে পুলিশ।ঘাতক ট্রাকটি চলে যায় তার সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি ছোট গাড়ি যাচ্ছিল,। সেসময় আচমকাই পেছন থেকে ছোট গাড়িটিকে ধাক্কা মারে পন্যবাহী ট্রাকটি। ট্রাকের ধাক্কায় ছোট গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে চাতালের ব্রীজের রেলিংয়ে গিয়ে মাঝামাঝি অবস্থায় ঝুলতে থাকে। ভিতরে থাকা দুই আরোহী জখম হয়েছে।