নিউ দিঘার সৈকতে মৃত কচ্ছপ। নিজস্ব চিত্র
দিঘার সৈকতে ফের উদ্ধার হল মৃত ডলফিন এবং অলিভ রিডলে প্রজাতির বড় কচ্ছপ।
শনিবার পুলিশ হলিডে হোম ঘাটের কাছে সৈকতে একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা দিঘা বন দফতরে খবর দেন। ওই জায়গা থেকে প্রায় ৫০০ মিটার দূরে নিউ দিঘার উদয়পুরের দিকে একটি অলিভ রিডলে প্রজাতির কচ্ছপের দেহ পাওয়া যায়। বন দফতরের কর্মীরা এসে সৈকতেই ডলফিন ও কচ্ছপের দেহ কবর দেন।
বন দফতর জানিয়েছে, ডলফিনটির ওজন প্রায় ৫০ কিলোগ্রাম। লম্বা প্রায় তিনফুট। কচ্ছপটি’ ওজন প্রায় ৬০ কিলোগ্রাম। এক বন কর্মী পঞ্চানন জানা বলেন, “এই ডলফিন ও অলিভ রিডলে বঙ্গোপসাগরে থাকে না। কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারের সংখ্যা বেড়ে যাওয়ায় ওই প্রাণীর দিক ভুল করে বঙ্গোপসাগরে চলে আসছে। আর লঞ্চের ফ্যানের আঘাতে অনেক সময় গুরুতর জখম হয়ে মারা যাচ্ছে।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
নিউ দিঘার সৈকতে মৃত ডলফিন। —নিজস্ব চিত্র
ওই বনকর্মী জানাচ্ছেন, বর্ষার সময় এই অলিভ রিডলে ওড়িশায় ডিম পাড়ার জন্য আসে। কিন্তু এখন তাদের প্রজননের সময় নয়। তবুও সৈকতে এখন মৃত অলিভ রিডলের দেহ আসছে। ট্রলারের বাড়াবাড়ির ফলেই এমনটা হচ্ছে বলে তাঁর অনুমান।