আর মাত্র এক দিন, গণনার প্রস্তুতি সারা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের চিন্তা মিটেছে। কিন্তু ভোটের পরীক্ষায় যাঁরা বসেছেন, তাঁরা এখনও দুশ্চিন্তায়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার যে আরও ২৪ ঘণ্টা বাকি!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০১:০০
Share:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের চিন্তা মিটেছে। কিন্তু ভোটের পরীক্ষায় যাঁরা বসেছেন, তাঁরা এখনও দুশ্চিন্তায়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার যে আরও ২৪ ঘণ্টা বাকি!

Advertisement

প্রার্থীরা উদ্বেগে থাকলেও নির্বাচন কমিশন কিন্তু গণনার প্রস্তুতি সেরে ফেলেছে। ইতিমধ্যেই প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। গণনা নিয়ে প্রশিক্ষণও হয়ে গিয়েছে। গণনা পরবর্তী সময়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে পুলিশকেও। কমিশন সূত্রের খবর, কাল, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনও জমায়েত করা যাবে না। তার মধ্যে যদি দোকান থাকে, তা-ও বন্ধ করে দেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক জগদীশপ্রসাদ মিনা বলেন, ‘‘নির্বিঘ্নে ভোট গণনা পর্ব মেটাতে ও গণনা পরবর্তী সময়ে জেলায় শান্তি বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। রাজনৈতিক দলগুলিও যাতে উপযুক্ত পদক্ষেপ করে সে জন্য প্রার্থীদেরও আবেদন জানানো হয়েছে।’’

পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৯টি আসন। মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম— চারটি মহকুমা শহরেই গণনা কেন্দ্র হবে। প্রশাসন সূত্রে খবর, গণনাকেন্দ্রে ভেতরে ও বাইরে থাকবে কড়া নিরাপত্তা। গণনাকেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দল ক্যাম্প করতে পারবে না। জেলা প্রশাসন আরও জানিয়েছে, প্রতি রাউন্ড গণনা শেষে ভোটের ফল জানানো যাবে না, এমন নির্দেশ জেলা স্তরে এখনও আসেনি।

Advertisement

প্রতিটি বিধানসভার ক্ষেত্রেই প্রায় ২০টি করে টেবিল করা হচ্ছে। প্রার্থী পিছু প্রায় ২৫ জন করে কাউন্টিং এজেন্ট থাকবেন। সোমবার প্রার্থী ও এজেন্টদের গণনার চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে জেলা পরিষদ হলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement